এম রাজশেখর
কোলকাতা (১৭ জুলাই '২৪):- 'ভারতীয় আরক্ষা কৃত্বক'-এর প্রথম মহিলা আধিকারিক ডঃ কিরণ বেদীর উপস্থিতিতে গতকাল 'এভারেডি সাইরেন টর্চ' (Eveready Cyrene Torch) নামে সুরক্ষা অ্যালার্ম যুক্ত ফ্ল্যাশ লাইট (Flashlight with Safety Alarm) বাজারে আনল 'এভারেডি ইণ্ডাস্ট্রীজ ইণ্ডিয়া লিমিটেড' (Eveready Industries India Limited)।
লোকার্পণ সমারোহে অংশগ্রহণ করে সংস্থার ব্যাটারি এবং ফ্ল্যাশলাইট বিভাগের বরিষ্ঠ সহাধ্যক্ষ অনির্বাণ ব্যানার্জি (Anirban Banerjee, Sr. Vice President & Head of SBU, Eveready Industries India Limited) বলেছেন, "২২৫ টাকা মূল্যের এই ফ্ল্যাশলাইটের ভেতরে রয়েছে ১০০ ডেসিবেলের এসওএস অ্যালার্ম যা আপদকালীন পরিস্থিতিতে মহিলাদের সহায়ক হতে পারে।"
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "১২০ সেন্টিমিটার × ৩২ সেন্টিমিটার মাপের বহন উপযোগী এই সাইরেন টর্চকে হাত ব্যাগে নিয়েই চলাচল করা যাবে।
ইউএসবি টাইপ-বি চার্জিং বৈশিষ্ট্য সম্পন্ন এবং তিনটে বিশেষ ধরণের আলোকপাতের গুণসম্পন্ন এই সাইরেন টর্চ পৃথক পৃথক তিন রঙে বাজারে পাওয়া যাবে।"
Comments
Post a Comment