হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৬ জুলাই '২৪):- কোলকাতা তথা পশ্চিমবঙ্গবাসীর জন্য 'এথার এনার্জি প্রাইভেট লিমিটেড' (Ather Energy Private Limited) নিয়ে এলো ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) 'রিজটা' (Rizta)।আজ কোলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে এথার-এর মুখ্য ব্যাবসা আধিকারিক রবনীত সিং ফোকেলা (Ravneet Singh Phokela, Chief Business Officer, Ather Energy Private Limited) সাংবাদিকদের জানিয়েছেন, "এই মুহূর্তে ১ লাখ ১১ হাজার ৪৬৯ টাকায় 'রিজটা এস ২.৯ কে ডাব্লু এইচ', ১ লাখ ২৬ হাজার ৪৬৯ টাকায় 'রিজটা জেড ২.৯ কে ডাব্লু এইচ' এবং ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ টাকায় 'রিজটা জেড ৩.৭ কে ডাব্লু এইচ' মডেলে উপলব্ধ হবে 'রিজটা'।"
কোম্পানীর তরফ থেকে জানানো হয়েছে, তিনটে পৃথক রঙে পাওয়া যাবে 'রিজটা এস' ঘরাণার স্কুটারগুলো, অন্যদিকে 'রিজটা এস' ঘরাণার তিনটে রঙের সাথে আরো চারটে রঙ মিলিয়ে মোট সাতটা রঙ ('সিয়াচেন হোয়াইট মোনো', 'ডেকান গ্রে মনো', 'প্যাংগং ব্লু মনো', 'অ্যালফনসো ইয়েলো ডিও', 'ডেকান গ্রে ডিও', 'কার্ডোমম গ্রে ডিও' এবং 'প্যাংগং ব্লু ডিও')-এ পাওয়া যাবে পরিবারের উপযোগী ইলেকট্রিক স্কুটার 'রিজটা জেড'।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ কোলকাতায় 'রিজটা' ঘরাণার স্কুটার লোকার্পণ করার সাথে সাথে 'এথার এনার্জি প্রাইভেট লিমিটেড' বাজারে এনেছে 'হ্যালো' (Halo) নামের আধুনিক শিরস্ত্রান (Smart Helmet)।
Comments
Post a Comment