বিধাননগরে হয়ে গেল একদিনের এন্ডোভাসকুলার ম্যানেজমেন্ট ইণ্ডিয়া স্কিল কোর্স : সিএমই কাম লাইভ ওয়ার্কশপ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৩ জুলাই '২৪):- কোলকাতার উপকণ্ঠে বিধাননগরের বুকে হয়ে গেল ‘এণ্ডোভাসকুলার ম্যানেজমেন্ট ইণ্ডিয়া স্কিল কোর্স : সিএমই কাম লাইভ ওয়ার্কশপ’-এর চতুর্থ সংস্করণ।

আজ সকাল থেকে এইচ পি ঘোষ হসপিটাল এবং এক বেসরকারী হোটেলে সম্পন্ন হলে এই কর্মশালা।
আয়োজক সংস্থার দুই চিকিৎসক তথা কর্মশালার সংগঠক ডাঃ জয়ন্ত দাসডাঃ কে মুখার্জি-র মতে, "সময়োপযোগী এই কর্মশালা উপযুক্ত চিকিৎসকদের আরো উন্নততর চিকিৎসা পরিষেবা দিতে সহায়ক হবে।"

বলে রাখা ভালো, সাবেক শল্যচিকিৎসার পরিবর্তে বর্তমানে মানব শরীরে এক বা একাধিক ক্ষুদ্র গর্ত করে কম রক্তপাতে যে পদ্ধতিতে রোগীকে আরোগ্য বিধান করা হয় তাকেই বলে 'এণ্ডোভাস্কুলার ম্যানেজমেন্ট'।
এই চিকিৎসা পদ্ধতির সহায়তায় পায়ের ব্যথা ভেরিকোস ভেন থেকে গল ব্লাডার, কিডনিতে পাথরের সমস্যা সহ বহু ক্ষেত্রেই আজকাল রোগী দ্রুত সুস্থ হয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

আজ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সান্নিধ্যে কোলকাতার নবীন চিকিৎসকবৃন্দ হাতেকলমে এই চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে প্রভূত জ্ঞানলাভ করেন।

Comments