বাগুইআটিতে নতুন শোরুম খুলল সেলস এম্পোরিয়াম


হীরক মুখোপাধ্যায়

 কোলকাতা (২৫ জুলাই '২৪):- ভারতের ঐতিহ্যবাহী ইলেকট্রনিক্স দ্রব্য প্রস্তুতকারী সংস্থা 'বিপিএল' (BPL) এবং 'সেলস এম্পোরিয়াম' (Sales Emporium)-এর ৬০ বর্ষ উপলক্ষ্যে বাগুইআটির জোড়া মন্দির সংলগ্ন এলাকায় আজ নিজেদের নতুন শোরুম উদ্বোধন করল 'সেলস এম্পোরিয়াম'।


উদ্বোধনী অনুষ্ঠানের পর 'সেলস এম্পোরিয়াম'-এর অন্যতম অংশীদার তথা নির্দেশক মনোজ জৈন (Manoj Jain, One of the Partner & Director, Sales Emporium) সাংবাদিকদের জানিয়েছেন, "আমাদের ও 'বিপিএল' উভয়ের ৬০ বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে আমাদের এই শোরুমে শুধুমাত্র 'বিপিএল'-এর ইলেকট্রনিক্স সামগ্রী থাকবে। আমাদের ৬০ বর্ষ উপলক্ষ্যে যে কোনো ব্যক্তি এই শোরুম থেকে 'বিপিএল'-এর যেকোনো সামগ্রী মাত্র ষাট টাকা হাতে দিয়ে বাকি টাকা সহজ মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ নিয়ে ঘরে নিয়ে যেতে পারেন।" 

Comments