রুবি জেনারেল হাসপাতালে চালু হল ব্লাড ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৪ জুলাই '২৪):- 'ব্লাড সেন্টার' (Blood Center) নামের মোড়কে আজ থেকে 'ব্লাড ব্যাঙ্ক' চালু হল 'রুবি জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড' (Ruby General Hospital Private Limited) সংক্ষেপে 'রুবি' (Ruby)-তে।।
হাসপাতালের ৩০ বর্ষপূর্তিতে কোলকাতাবাসীকে এই উপহার তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৯৫ সালের ১৫ এপ্রিল কোলকাতার অন্যতম স্বতন্ত্র অনাবাসী ভারতীয় (Non Resident India) হাসপাতাল রূপে কোলকাতায় পথচলা শুরু করেছিল 'রুবি জেনারেল হাসপাতাল'।

এই মুহূর্তে ২ লাখ বর্গফুট এলাকায় নির্মিত তিনটে পৃথক বাড়ির (৭ তলা + ৮ তলা + ৩ তলা) মোট ৩৫৬ শয্যা নিয়ে রাজ্যবাসীকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে 'রুবি জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড'।


হাসপাতালের ৩০ বর্ষপূর্তিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে হাসপাতালের অধ্যক্ষ তথা ব্যবস্থাপক নির্দেশক চিকিৎসক কমলকুমার দত্ত (Dr. Kamal K Dutta, Chairman & Managing Director, Ruby General Hospital Private Limited) সাংবাদিকদের জানিয়েছেন, "এই বছরের শেষের মধ্যে হাসপাতালে বৃদ্ধি পাবে ২০০ শয্যা এবং আগামী বছরের শেষে হাসপাতালে আরো ২০০ শয্যা যোগ করা হবে।"

বলে রাখা ভালো, এই মুহূর্তে 'রুবি'-তে সাধারণ চিকিৎসার পাশাপাশি 'রুবি ক্যানসার সেন্টার' (Ruby Cancer Center)-এর মাধ্যমেও অগণিত ক্যানসার পীড়িত ব্যক্তিতে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের সাথে কথপোকথনের সময় হাসপাতালের মুখ্য মহাপ্রবন্ধক (কার্যকলাপ) শুভাশিষ দত্ত [Shubhashis Dutta, General Manager (Operations), Ruby General Hospital Private Limited & Ruby Cancer Center] জানিয়েছেন, "ক্যানসার পীড়িত ব্যক্তিদের জন্য হাসপাতালে কর্পোরেট, বিবিধ বীমা কোম্পানি সহ প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলোর সুবিধা উপলব্ধ আছে।"

Comments