সৌখিন শহরবাসীদের চাহিদা মেটাতে রাজারহাটে খুলল লোসা ডিকানো


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৮ জুলাই '২৪):- স্বচ্ছল ও সৌখিন শহরবাসীদের চাহিদা মেটাতে রাজারহাটে খুলল 'লোসা ডিকানো' (Losaa Decano) নামাঙ্কিত ওয়াশরুম ও টয়লেট সামগ্রী (Showroom cum Sales Point of Washroom & Toilet Products)-র অত্যাধুনিক এক প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্র।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রদর্শনী কক্ষ তথা বিক্রয় কেন্দ্রের অন্যতম কর্ণধার রায়না গুপ্ত জানিয়েছেন, "চিনারপার্ক সংলগ্ন পি এস এভিয়েটর বিল্ডিংয়ের পঞ্চম তলায় ২,৫০০ বর্গফুটের এই বুটিকে পাওয়া যাবে সেরামিক টাইলস নির্মিত প্রসাধন কক্ষ তথা স্নানঘরের উপযোগী নানাবিধ বিলাসবহুল ব্যবহারিক সামগ্রী।"


সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদর্শনী কক্ষ তথা বিক্রয় কেন্দ্রের অপর কর্ণধার বিনোদকুমার গুপ্ত বলেছেন, "অর্থনৈতিক সক্ষমতার নিরিখে সমাজের বিভিন্ন স্তরে বসবাসকারী জনগণই এই বিক্রয় কেন্দ্র থেকে তাঁদের মনপছন্দ সামগ্রী সংগ্রহ করতে পারবেন।"

Comments