হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৫ জুলাই '২৪):- 'বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া' (Boxing Fedaration of India)-র আহ্বানে 'বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন'-এর সভাপতি রূপে প্যারিস গেলেন স্বপন ব্যানার্জি (Swapan Banerjee, President, Bengal Olympic Association) ওরফে বাবুন। স্বপন ব্যানার্জি-র সফরসঙ্গী রূপে সাথে গেছেন 'ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন'-এর সহ সচিব কুনাল সাহা।
বলে রাখা ভালো, আগামীকাল থেকে প্যারিসে শুরু হতে চলেছে 'অলিম্পিক গেমস' (Paris 2024 Olimpics)। এই প্রতিযোগিতায় ভারত থেকে সামগ্রিক ভাবে যোগদান করছেন বেশ কিছু প্রতিযোগী ও প্রতিযোগিনী।
প্যারিস যাওয়ার আগে কোলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি জানান, "আমি আশাবাদী প্যারিস অলিম্পিকে আমাদের দেশের সকল প্রতিযোগীদের সাথে আমাদের বাংলার প্রতিযোগী ও প্রতিযোগিনীরা উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাবে।"
পশ্চিমবঙ্গের ক্রীড়া জগত ও ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি বলেছেন, "আগে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা সেভাবে কোনো সুযোগ সুবিধাই পেতেন না, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের সৌজন্যে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা অনেক সুবিধা পাচ্ছেন।"
বলে রাখা ভালো, আগামীকাল থেকে প্যারিসে শুরু হতে চলেছে 'অলিম্পিক গেমস' (Paris 2024 Olimpics)। এই প্রতিযোগিতায় ভারত থেকে সামগ্রিক ভাবে যোগদান করছেন বেশ কিছু প্রতিযোগী ও প্রতিযোগিনী।
প্যারিস যাওয়ার আগে কোলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি জানান, "আমি আশাবাদী প্যারিস অলিম্পিকে আমাদের দেশের সকল প্রতিযোগীদের সাথে আমাদের বাংলার প্রতিযোগী ও প্রতিযোগিনীরা উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাবে।"
পশ্চিমবঙ্গের ক্রীড়া জগত ও ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি বলেছেন, "আগে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা সেভাবে কোনো সুযোগ সুবিধাই পেতেন না, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের সৌজন্যে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা অনেক সুবিধা পাচ্ছেন।"
Comments
Post a Comment