হীরালাল সেন স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত হলেন অভিনেতা বরুণ চন্দ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২২ জুলাই '২৪):- এই বছরের সম্মানজনক 'হীরালাল সেন স্মৃতি স্বর্ণ পদক ২০২৪'-এ সম্মানিত হলেন বর্ষীয়ান ভারতীয় অভিনেতা বরুণ চন্দ

অনুষ্ঠানের প্রাক্কালে পুরস্কার প্রদানকারী সংগঠন 'আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারত'-এর সম্পাদিকা দেবকন্যা সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "বিভিন্ন সময় বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক কুন্তল বরুয়া, দুই ভারতীয় চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার ও সন্দীপ রায়ের পর এই বছর 'হীরালাল সেন স্মৃতি স্বর্ণ পদক' পাচ্ছেন ভারতীয় অভিনেতা বরুণ চন্দ।


পুরস্কার গ্রহণের পর জবাবী ভাষণে বরুণ চন্দ জানান, "বিশ্বের নির্বাক ও সবাক চলচ্চিত্রের ইতিহাস কখনোই পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ না হীরালাল সেন-এর নাম উচ্চারণ হয়।
যেকোনো বরেণ্য ব্যক্তির স্মৃতি নামাঙ্কিত সম্মানে সম্মানিত হলে সবারই গর্ব অনুভব হয়, আজ এই বিরল সম্মান গ্রহণ করে আক্ষরিক ভাবে আমিও গর্বিত এবং একরকমের বাকরুদ্ধ।"

'আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারত'-এর অন্যতম শুভাকাঙ্ক্ষী তথা চলচ্চিত্র পরিচালক ফ্রান্সিস রায় সংবাদমাধ্যমকে বলেছেন, "অস্কার জয়ী ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যজিত রায়-এর তিনটে কাহিনীচিত্রে উল্লেখযোগ্য অভিনয়ের জন্য বরুণ চন্দ পেলেন এই সম্মান।"


Comments