হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৯ জুলাই '২৪):- ভাস্কুলার সার্জারি (Vascular Surgery)-র মাধ্যমে আধুনিক ডায়াবেটিস চিকিৎসা (Advanced Diabetes Treatment) সংক্রান্ত সচেতনতাকে তুঙ্গে তুলতে চাইছে মেদান্ত মেডিসিটি (Medanta Medicity)।আজ কোলকাতা তথা পশ্চিমবঙ্গবাসীকে ভাস্কুলার সার্জারি-র মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায় সে বিষয়ে আলোকপাত করেন মেদান্ত-র 'পেরিফেরাল ভাস্কুলার অ্যাণ্ড এণ্ডোভাস্কুলার সায়েন্সেস'-এর অধ্যক্ষ তথা চিকিৎসক রাজীব পারেখ (Dr. Rajiv parakh, Chairman, Peripheral Vascular & Endovascular Sciences, Medanta, Gurugram)।
ভাস্কুলার শল্যচিকিৎসার সর্বশেষ অগ্রগতি এবং মধুমেহ বা ডায়াবেটিস রোগীদের অঙ্গ বিয়োজন বা কর্তন কিংবা স্ট্রোকের সময় ভাস্কুলার শল্যচিকিৎসার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েই আজ আলোকপাত করেন ডাঃ পারেখ।
ডাঃ পারেখ তাঁর সচেতনতামূলক বক্তব্যে জানান, "মধুমেহ বা ডায়াবেটিসের ফলে প্রায়শই রোগীদের পা এবং মগজে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি করে বিবিধরকমের জটিলতা সৃষ্টি করে যার ফলে আংশিক পঙ্গুত্ব বা অঙ্গের সম্পূর্ণ ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই ধরণের জটিল স্থিতি তৈরি হওয়ার আগে যদি কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয় তাহলে অনেকক্ষেত্রেই রোগীর অঙ্গহানি বা ক্ষেত্রবিশেষে প্রাণহানি রোখা সম্ভব।"
'মেদান্ত মেগাসিটি'-র তরফ থেকে জারি করা লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'পেরিফেরাল ভাস্কুলার আর্টারি ডিজিজ', ডায়াবেটিস, ধূমপান, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের মতো নানা কারণে সারা দেশে, বিশেষত পশ্চিমবঙ্গের মতো অঞ্চলে অনেক মানুষ প্রভাবিত হতে পারেন।
ভারতে অসংক্রামক রোগের বোঝা সম্পর্কিত অ্যাসোচ্যাম-এর ২০২১ সালের রিপোর্ট অনুসারে, জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে 'নন-কমিউনিকেবল ডিজিজ' (এনসিডি) বা অসংক্রামক রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে বেশি।
বিশেষতঃ 'পেরিফেরাল আর্টারি ডিজিজ' (পিএডি) এর দুটি প্রধান কারণ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের প্রাদুর্ভাবের হার পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্যভাবে বেশি।
রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে উচ্চ রক্তচাপের হার বা হাইপারটেনশনে ভোগা রোগীর সংখ্যা শতাংশের হিসাবে ৫.১৩%, যেখানে জাতীয় গড় ৩.৬%। একইভাবে, রাজ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ৩.৫৩%, যেখানে জাতীয় গড় ২.৮৫%। 'পেরিফেরাল ভাস্কুলার আর্টারি ডিজিজ' এবং এর কারণগুলো সম্পর্কে সচেতনতা বাড়লেও, 'ভাস্কুলার ডিজিজ'-এরর প্রাদুর্ভাব এবং প্রাথমিক অগ্রগতি প্রতিরোধের সুবিধাগুলি সম্পর্কে জনসাধারণকে আরও শিক্ষিত করার প্রয়োজন রয়েছে।
ডাঃ রাজীব পারেখ আজ তাঁর সচেতনতামূলক বক্তব্যে মধুমেহ বা ডায়াবেটিস সংক্রান্ত শল্যচিকিৎসার ক্ষেত্রে আলোকপাত করে জানান, "রোগী কল্যাণে বর্তমানে এই ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ শুরু হয়েছে।"
Comments
Post a Comment