ভেলিস রোবটিক সহায়তা নিয়ে ফোর্টিসে চলছে হাঁটু প্রতিস্থাপন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৮ জুলাই '২৪):- 'জনসন অ্যাণ্ড জনসন' (Johnson & Johnson) নির্মিত 'ভেলিস রোবটিক অ্যাসিস্টেড সলিউশন' (Velys Robotic Assisted Solution) সংক্ষেপে 'ভেলিস' নামাঙ্কিত যন্ত্রের সহায়তা নিয়ে অনেক বেশি সুচারু ভাবে সম্পূর্ণ ও আংশিক হাঁটু প্রতিস্থাপন (Knee Replacement) শুরু হয়েছে কোলকাতার 'ফোর্টিস' হাসপাতালে।

আজ 'কোলকাতা প্রেস ক্লাব'-এ এক সাংবাদিক সম্মেলন করে 'ভেলিস রোবটিক অ্যাসিস্টেড সলিউশন'-এর মাধ্যমে হাঁটু প্রতিস্থাপনের বিভিন্ন দিক নিয়ে চর্চা করেন হাঁটু প্রতিস্থাপন বিশেষজ্ঞ তথা শল্যচিকিৎসক ডাঃ সৌম্য চক্রবর্তী [Dr. Soumya Chakroborty, MS (PGI), DNB, MRCS]।
ডাঃ চক্রবর্তীর মতে, "সাবেক প্রথাগত শল্য চিকিৎসার পরিবর্তে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে 'ভেলিস রোবটিক অ্যাসিস্টেড সলিউশন'-এর মাধ্যমে বৈকল্পিক শল্য চিকিৎসা।"


ডাঃ চক্রবর্তী জানান, "এই পদ্ধতিতে শল্যচিকিৎসা করার ফলে একদিকে যেমন দক্ষ চিকিৎসকগণ নির্ভুল ভাবে দ্রুত রোগীর হাঁটু প্রতিস্থাপন করতে পারছেন, তেমনই রোগীরাও জটিলতাহীন শল্যচিকিৎসার ফলে দ্রুত সুস্থ হচ্ছেন।"
সাংবাদিকদের সাথে কথপোকথনের সময় ডাঃ সৌম্য চক্রবর্তী জানিয়েছেন, "শল্য চিকিৎসার পর সব কিছু ঠিকঠাক থাকলে রোগী একমাসের মধ্যে কর্মস্থলেও যোগদান করতে পারবেন।


তবে সতর্কতার অঙ্গ রূপে আমরা হাঁটু প্রতিস্থাপন করা ব্যক্তিদের খাটের গদির উপর বা গদিওয়ালা চেয়ার ব্যতিরেকে কোনো শক্ত জায়গা বিশেষত মেঝে বা মাটিতে হাঁটু মুড়ে বসতে নিষেধ করি।"

বলে রাখা ভালো, শল্য চিকিৎসার মূহুর্তে সফল অস্ত্রোপচার-এর লক্ষ্যে 'ভেলিস রোবটিক অ্যাসিস্টেড সলিউশন' চিকিৎসককে রোগীর হাঁটু ও হাড়ের সঠিক অবস্থান সম্পর্কে চিকিৎসককে পথ প্রদর্শন করে।

Comments