হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২২ জুলাই '২৪):- 'কাউন্সিল ফর দ্য ইণ্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন' সংক্ষেপে 'সিআইএসসিই' (CISCE)-এর পরিচালনায় ও হাওড়ার 'রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল'-এর ব্যবস্থাপনায় আজ কোলকাতার উপকণ্ঠে অবস্থিত রাজারহাটের 'এআইএফএফ ন্যাশানাল সেন্টার অফ এক্সেলেন্স'-এর ফুটবল মাঠে হয়ে গেল 'প্রি সুব্রত কাপ' নামাঙ্কিত অনূর্ধ ১৭ ছাত্রছাত্রীদের জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান (Inaugural Ceremony of Pre Subrata Cup)
ক্রীড়া পরিচালক সংগঠনের বক্তব্য অনুযায়ী, "আগামী কাল থেকে ২৬ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ছত্তিশগড়, কেরালা, মহারাষ্ট্র ও গোয়া অঞ্চল, উত্তর ভারতের অঞ্চল, ওড়িশা, তামিলনাড়ু এবং পুদুচেরি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড অঞ্চল, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চল, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চল এবং কর্ণাটক রাজ্যের দলগুলি এই প্রতিযোগীতায় তাদের প্রতিভা প্রদর্শন করবে।"
বলে রাখা ভালো, প্রত্যেক বছর 'সুব্রত কাপ' নামাঙ্কিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে 'সিআইএসসিই'।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন 'সিআইএসসিই'-র অধ্যক্ষ ডঃ জে ইমানুয়েল, মুখ্য কার্যনির্বাহী ও সম্পাদক ডঃ যোসেফ ইমানুয়েল, 'সিআইএসসিই'-র অর্থ সচিব অরিজিত বসু, আঞ্চলিক সহ সমন্বয়ক শৈলেশ পাণ্ডে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments
Post a Comment