হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৬ জুলাই '২৪):- "দ্রুত বিকাশমান ভারতের ডিজিটাল পরিমণ্ডলে সাইবার সাইকোলজিস্টদের ভূমিকা আগের চেয়ে এখন অনেক বেশি বেড়ে গেছে," এমনটাই মনে করেন সাইবার সাইকোলজিস্ট এবং সাইবার সিকিউরিটি প্রফেশনাল কাঞ্চন মল্লিক।কাঞ্চনের মতে, "দৈনন্দিন কর্মজীবনের বিবিধ চাপের সামনে অনেক সময় কর্মীরা হতাশ হয়ে পড়েন। বিভিন্ন স্তরের কর্মীদের উপর প্রযুক্তির মনস্তাত্ত্বিক প্রভাবগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকার ফলে বর্তমান সময়ের মনস্তাত্ত্বিকগণ স্বাস্থ্যকর এবং আরও উৎপাদনশীল কাজের পরিবেশ তৈরি করতে পারঙ্গম।
মনস্তত্ত্ববিদদের দক্ষতা শুধুমাত্র ডিজিটাল আলাপচারিতার প্রতিকূল প্রভাব প্রশমিত করতেই সাহায্য করে না বরং প্রতিষ্ঠানে উদ্ভাবন এবং উৎপাদন বৃদ্ধি সংগঠিত করতেও সহায়ক ভূমিকা পালন করে।"
কাঞ্চন মল্লিক মনে করেন, "যেহেতু মনস্তাত্ত্বিকগণ সদ্য প্রতিষ্ঠিত বা পুরাতন প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই নতুন পরামর্শের সুযোগ অন্বেষণ করেন তাই বর্তমান সময় সাইবার মনোবিজ্ঞানীদের জন্য এক গুরুত্বপূর্ণ সময়। কারণ, সাইবার মনোবিজ্ঞানীরা ডিজিটাল যুগে শুধুমাত্র সংগঠনের সাংগঠনিক স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে না বরং ভারতের কর্পোরেট জগতে জুড়ে উল্লেখযোগ্য পরামর্শের সুযোগও তৈরি করেন।"
Comments
Post a Comment