হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৫ জুলাই '২৪):- জ্যোতিষ চর্চার নামে জনগণের সাথে প্রতারণা বন্ধ হওয়া উচিত বলে মনে করেন রামকৃষ্ণ মঠের বাগবাজার শাখার অন্যতম সন্ন্যাসী স্বামী ধর্মরূপানন্দ মহারাজ (Sw. Dharmarupananda Maharaj, Monk, Ramkrishna Math, Bagbazar, Kolkata)।উল্লেখ্য, গতকাল কোলকাতার পাইকপাড়ায় অবস্থিত মোহিত মৈত্র মঞ্চে 'ইন্সটিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজ অ্যাণ্ড রিসার্চ' (Institute of Oriental Studies & Research) আয়োজিত ২০২৪ সালের বাৎসরিক আন্তর্জাতিক সভা (Annual International Conference 2024)-য় নিজের বক্তব্য রাখতে গিয়ে স্বামী ধর্মরূপানন্দ মহারাজ বলেন, "জ্যোতিষশাস্ত্রকে অনেকেই বিশ্বাস করেন, আর সেই সুযোগে জ্যোতিষীদের একাংশ দীর্ঘদিন ধরে ব্যক্তি বা ব্যাবসায়িক স্বার্থে জনগণকে ঠকিয়ে মুনাফা করে চলেছেন। এই ধরণের অমানবিক ও দূরাভিসন্ধিমূলক অপরাধী চক্রান্ত থেকে সমগ্র জ্যোতিষী সমাজকে দূরে থাকতে হবে। ভবিষ্যতে কেউ যাতে জ্যোতিষচর্চার নামে অবৈধ ও অনৈতিক ব্যবসার সুযোগ না পান সেদিকে আমাদের সকলকেই নজর রাখতে হবে। এটা সকলের দায়িত্ব।"
ইন্সটিটিউট-এর অধ্যক্ষ শ্যামল ভট্টাচার্য (Shyamal Bhattacharyay, Chairman, Institute of Oriental Studies & Research) জানিয়েছেন, "জ্যোতিষ চর্চা, বৈদিক পূজা পদ্ধতি, বৈদিক সনাতন ধর্ম সংস্কৃতি মূলক দীক্ষা ও বাস্তু শাস্ত্র সম্পর্কে শিক্ষাদান ও গবেষণার জন্য খোলা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।"
অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের মহাসচিব রূপক সাহা (Rupak Saha, General Secretary, East Bengal Club, Kolkata) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments
Post a Comment