হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৯ জুলাই '২৪):- 'চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউণ্ডেশন'-এর উদ্যোগে গত ৫ থেকে ৭ জুলাই ত্রিদবসীয় 'ওয়াইল্ডসোজার্নস' (Wildsojourns) নামাঙ্কিত এক 'ন্যাচার অ্যাওয়ার্ডস অ্যাণ্ড ফেস্টিভ্যাল ২০২৪' (Nature Awards & Festivals 2024) হয়ে গেল কোলকাতায়।গত ৫ জুলাই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য বন্যপ্রাণ প্রহরী দেবল রায় (Debal Ray, Chief Wildlife Warden, West Bengal)-এর উপস্থিতিতে 'কোলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি'-তে সূচিত হয়েছিল এই অনুষ্ঠান।
উৎসবের শেষ দিনে বন্যপ্রানী আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।
উৎসবের অধ্যক্ষা তথা 'চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের প্রধান ড. মেঘ রায় চৌধুরী (Dr. Megh Roy Chowdhury, Chairperson, Nature Awards & Festivals 2024 & Chief Trustee, Chinu Duttagupta Memorial Foundation) জানান, "প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়ে বিশ্বের ৫৭ টি দেশ থেকে ২০ হাজারের বেশি আলোকচিত্র এসেছিল।
প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে ১৬ লক্ষ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।"
Comments
Post a Comment