হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৩ জুলাই '২৪):- 'বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি' (Baba Saheb Ambedkar Education University)-র নানাবিধ দুর্নীতির বিরুদ্ধে সরব হল 'ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন' (West Bengal Teachers Training Association) সংক্ষেপে 'উব্লিউ বি টি টি এ' (WBTTA)।
'উব্লিউ বি টি টি এ' আজ তাদের দাবীসনদ সরকারের কাছে পেশ করে এসে প্রেস ক্লাব কোলকাতা-য় এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, "অনুমোদন (Affiliation) প্রদানের কথা বলে প্রত্যেক বেসরকারী বি এড কলেজগুলো থেকে বিশ্ববিদ্যালয় কীভাবে অনৈতিকভাব ৩ লাখ থেকে ১২ লাখ সংগ্রহ করে চলেছে অবিলম্বে সরকারকে সেটা জানাতে হবে।"
সাংবাদিক সম্মেলনে 'বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি'-কে দুর্নীতি ও দালালমুক্ত বিশ্ববিদ্যালয় রূপে নির্মাণ, দুর্নীতিগ্রস্ত অস্থায়ী উপাচার্য, উপ নিবন্ধক ও বিত্ত আধিকারিকের অপসারণের দাবী সহ মোট ১৬ দফা দাবিসনদ তুলে ধরেছে 'উব্লিউ বি টি টি এ'।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সংক্রান্ত বিবিধ ত্রুটি নিরসন, বাউন্সারমুক্ত বিশ্ববিদ্যালয় চৌহিদ্দী, উপযুক্ত মাত্রায় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের মতো একাধিক বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে 'উব্লিউ বি টি টি এ'।
'উব্লিউ বি টি টি এ' আজ তাদের দাবীসনদ সরকারের কাছে পেশ করে এসে প্রেস ক্লাব কোলকাতা-য় এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, "অনুমোদন (Affiliation) প্রদানের কথা বলে প্রত্যেক বেসরকারী বি এড কলেজগুলো থেকে বিশ্ববিদ্যালয় কীভাবে অনৈতিকভাব ৩ লাখ থেকে ১২ লাখ সংগ্রহ করে চলেছে অবিলম্বে সরকারকে সেটা জানাতে হবে।"
সাংবাদিক সম্মেলনে 'বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি'-কে দুর্নীতি ও দালালমুক্ত বিশ্ববিদ্যালয় রূপে নির্মাণ, দুর্নীতিগ্রস্ত অস্থায়ী উপাচার্য, উপ নিবন্ধক ও বিত্ত আধিকারিকের অপসারণের দাবী সহ মোট ১৬ দফা দাবিসনদ তুলে ধরেছে 'উব্লিউ বি টি টি এ'।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সংক্রান্ত বিবিধ ত্রুটি নিরসন, বাউন্সারমুক্ত বিশ্ববিদ্যালয় চৌহিদ্দী, উপযুক্ত মাত্রায় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের মতো একাধিক বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে 'উব্লিউ বি টি টি এ'।
Comments
Post a Comment