তৃতীয় বঙ্গনারী সম্মানে সম্মানিত হলেন আই এ এস নেহা ব্যানার্জি


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৩ জুন '২৪):- 'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট' (Red Wine Entertainment)-এর উদ্যোগে এবং 'টবিন' (Tobin)-এর উপস্থাপনায় তৃতীয় পর্যায়ের 'বঙ্গনারী সম্মান' (3rd Bongo Nari Samman)-এ সম্মানিত হলেন 'ভারতীয় প্রশাসনিক কৃত্বক'-এর অন্যতম আধিকারিক নেহা ব্যানার্জি (Ms. Neha Banerjee, IAS)।

আজ সন্ধ্যায় বিধাননগরের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (Eastern Zonal Cultural Center, Bidhannagar, Kolkata)-এ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা তুলে দেয় আয়োজক সংস্থা।
পুরস্কার বিতরণী মঞ্চে আয়োজক সংস্থার তরফে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Comments