হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৮ জুন '২৪):- 'বিস্ক ফার্ম' (Bisk Farm) কোম্পানীর অন্যতম সেরা বিস্কুট (Biscuit) 'রিচ মারি'-র ৩০০ গ্রামের প্যাকেট (Rich Marie 300 gm. Packet) কিনলে শর্তসাপেক্ষে এবার যেকোনো ক্রেতার সামনেই চলে আসতে পারে বিনামূল্যে ১০ গ্রাম সোনার কয়েন (10 gm. Gold Coin) সহ মূল্য ফেরত (Cash Back) অথবা ১০০০ টাকার ভাউচার জেতার সুযোগ।'এস এ জি ফুড প্রোডাক্টস (পি) লিমিটেড'-এর ব্যাবস্থাপক নির্দেশক বিজয়কুমার সিং [Vijoykumar Singh, Managing Director, SAJ Food Products (P) Ltd.] সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরা-র ক্রেতারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।"
বলে রাখা ভালো, 'অপর্ণা গ্রুপ অব কোম্পানীজ' (Aparna Group of Companies)-এর ছত্রছায়ায় চলা 'এস এ জি ফুড প্রোডাক্টস (পি) লিমিটেড' [SAJ Food Products (P) Ltd.]-এর নিয়ন্ত্রণাধীন পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম বিস্কুট উৎপাদনকারী সংস্থা 'বিস্ক ফার্ম' (Bisk Farm) তার ক্রেতাদের উৎসাহিত করার জন্য বছর ধরে চালাচ্ছে সোনার কয়েন সহ হাজার ভাউচার জেতার এই আকর্ষণীয় প্রতিযোগিতা।
বলে রাখা ভালো, 'অপর্ণা গ্রুপ অব কোম্পানীজ' (Aparna Group of Companies)-এর ছত্রছায়ায় চলা 'এস এ জি ফুড প্রোডাক্টস (পি) লিমিটেড' [SAJ Food Products (P) Ltd.]-এর নিয়ন্ত্রণাধীন পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম বিস্কুট উৎপাদনকারী সংস্থা 'বিস্ক ফার্ম' (Bisk Farm) তার ক্রেতাদের উৎসাহিত করার জন্য বছর ধরে চালাচ্ছে সোনার কয়েন সহ হাজার ভাউচার জেতার এই আকর্ষণীয় প্রতিযোগিতা।
Comments
Post a Comment