হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী সন্ধ্যা রায়


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২১ জুন '২৪):- অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায় (Sandhya Roy, Veteran Actress & Former M.P.)।

'উডল্যাণ্ডস মাল্টিস্পেশালিটি হসপিটাল লিমিটেড' (Woodlands Multispeciality Hospital Ltd.)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "গত ১৫ জুন হৃদসংক্রান্ত শারীরিক সমস্যা ও অস্বস্তি সহ শ্রীমতী রায়-কে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক পরীক্ষার পর ওইদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। তাঁর সুচিকিৎসার জন্য ৩ জন চিকিৎসককে নিয়ে একটা বোর্ড গঠন করা হয়েছিল। অবস্থার উন্নতি হওয়ার কারণে আজ সন্ধ্যা রায়-কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো।"


Comments