হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৭ জুন '২৪):- ভারতের বিভিন্ন প্রান্তে নিজেদের সগৌরব উপস্থিতে চিহ্ণতকরণের পর এবার কোলকাতার উপকণ্ঠে অবস্থিত নিউটাউনে পা রাখতে চলেছে এশিয়ার বৃহত্তম রেটিং ৪ ডেটাসেন্টার অপারেটর 'কন্ট্রোলএস ডেটাসেন্টার লিমিটেড' (CtrlS Detacenters Limited)।সংস্থার কোলোকেশন বিজনেস-এর অধ্যক্ষ সুরেশকুমার রাঠোর (SureshKumar Rathod, President, Colocation Business, CtrlS Detacenters) জানিয়েছেন, "চলমান বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ২,২০০ কোটি টাকা বিনিয়োগের অঙ্গ রূপে নিউটাউনে ৯০ হাজার বর্গফুট এলাকা জুড়ে নির্মাণ করা হবে পূর্ব ভারতের প্রথম রেট ৪ ডেটাসেন্টার।কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ হবে এই কেন্দ্র।"
সাংবাদিক সম্মেলনে শ্রী রাঠোর ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার এজ বিজনেস বিভাগের বরিষ্ঠ সহাধ্যক্ষ অমিতবিজয় সিং (Amitvijoy Singh, Sr. Vice President, Edge Business, CtrlS Detacenters), সংস্থার কর্পোরেট স্ট্র্যাটেজি বিভাগের সহাধ্যক্ষ সিদ্ধার্থ রেড্ডি (Siddarth Reddy, Vice President, Corporate Strategy, CtrlS Detacenters)।
Comments
Post a Comment