হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৩ জুন '২৪):- 'কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রম'-এর ছত্রছায়ায় পরিচালিত 'দূরে কোথাও প্রকাশনা' প্রদত্ত 'দূরে কোথাও পত্রিকা সম্মান ২০২৪'-এর অধীন এই বছরের 'বর্ষসেরা আলোকচিত্রী'-র সম্মান পেলেন কোলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার। আজ অপরাহ্ণে সংস্থার তরফে অনুপম হালদার সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের উত্তরীয় দিয়ে সম্মানিত করেন 'দূরে কোথাও পত্রিকা'-র সম্পাদক অরিন্দম ভট্টাচার্য।
অনুপমবাবুর পাশাপাশি এই বছরের 'বর্ষসেরা সাংবাদিক'-এর পুরস্কার পেয়েছেন মৃত্যুঞ্জয় রায়। সংস্থার তরফ থেকে অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, "এই বছর পত্রিকার পক্ষ থেকে মোট ৬৮ জনকে সম্মান প্রদান করা হয়েছে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী সহ আরো অনেকে।
Comments
Post a Comment