আন্তর্জাতিক যোগ দিবস পালন করল সল্টলেকের সেন্ট জোয়ান'স স্কুল


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২১ জুন '২৪):- সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে আজ ভাবগম্ভীর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে 'আন্তর্জাতিক যোগ দিবস' (International Yoga Day) উদযাপন করল সল্টলেকের 'সেন্ট জোয়ান'স স্কুল' (St. Joan's School, Saltlake, Kolkata)।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, " বিদ্যালয়ের অধ্যক্ষা, সহাধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও গুণিজনের সামনে চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ১১০ জন ছাত্রছাত্রী আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।"


'সেন্ট জোয়ান'স স্কুল'-এর অধ্যক্ষা দেবযানী ঘোষ (Debjani Ghosh, Principal, St. Joan's School) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আমাদের ছাত্রছাত্রীরা আজ বিদ্যালয় চত্বরে সর্বজনসমক্ষে অনুলোম বিলোম, কপালভাতি প্রাণায়ম সহ আরো দশরকমের যোগাসন প্রদর্শন করেছে।"

Comments