হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৯ জুন '২৪):- ষাঠোর্ধ প্রবীণ নাগরিক (60+ Senior Citizens)-দের জন্য নিখরচার (Free of Cost) সেবাযান পরিষেবা (Ambulance Service) ও প্রাথমিক চিকিৎসা-র কথা ঘোষণা করল 'এইচ পি ঘোষ হসপিটাল' (H P Ghosh Hospital)।হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, "হাসপাতালের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উত্তর ২৪ পরগণা ও কোলকাতার নাগরিকগণ সপ্তাহের সাতদিন দিবারাত্র ব্যাপী (24×7) সরাসরি এই পরিষেবার সুযোগ পাবেন।
এই পরিষেবার মাধ্যমে ব্যক্তির আপৎকালীন সময় সূচনা পাওয়া মাত্রই হাসপাতাল থেকে জরুরি চিকিৎসার উপযোগী চিকিৎসক, দক্ষ পরিষেবিকা ও অন্যান্য স্বাস্থ্যকর্মী সহ একটা সেবাযান পীড়িত ব্যক্তির বাড়িতে পৌঁছে যাবে।"
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকবৃন্দের তরফে জানানো হয়েছে, "ষাঠোর্ধ প্রবীণ প্রবীণা ব্যতিরেকে জরুরিকালীন সেবাযান পরিষেবা যেকোনো ব্যক্তিই খরচ সাপেক্ষে পেতে পারেন।
তবে এই পরিষেবার সর্বোত্তম বৈশিষ্ট্য হল 'এইচ পি ঘোষ হসপিটাল'-এর থেকে এই পরিষেবা প্রদান করা হলেও পীড়িতের পরিবারের অনুরোধ ক্রমে কোলকাতার যেকোনো সরকারী বা বেসরকারী হাসপাতালেও পীড়িত ব্যক্তিকে পৌঁছে দিয়ে আসা হতে পারে।"
আজকের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ তৃণাঞ্জন সারেঙ্গী (Dr.Trinanjan Sarangi, Director of Medical Services, H P Ghosh Hospital), ক্রিটিক্যাল কেয়ার বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ হীরক ভট্টাচার্য (Dr. Hirak Bhattacharyay, Head, Critical Care Unit, H P Ghosh Hospital), হাসপাতালের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সোমনাথ ভট্টাচার্য (Mr. Somnath Bhattacharyay, Chief Executive Officer, H P Ghosh Hospital) সহ অপর প্রবীণ ও নবীন চিকিৎসকবৃন্দ।
সাংবাদিক সম্মেলনের শেষে 'বিশ্ব দর্পণ'-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সোমনাথ ভট্টাচার্য জানান, "ষাঠোর্ধ প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নিখরচার সেবাযান পরিষেবা যেমন রোগী বা তাঁদের পরিবারকে আকর্ষিত করার কোনো বিশেষ প্রক্রিয়া নয়, তেমনই এটা কোনো সামান্য বিজ্ঞাপনী চমকও নয়।
আমাদের হাসপাতালে এমন অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত পরিষেবিকাবৃন্দ এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে যা হয়তো কোলকাতার অনেক নামকরা চিকিৎসা প্রতিষ্ঠানেও নেই। শুধু তাই নয়, আমাদের সংস্থা অছি পরিষদ (Trust Board) নিয়ন্ত্রিত হওয়ার জন্য আমরা অন্য নামজাদা বেসরকারী হাসপাতালের তুলনায় অনেক কম খরচে চিকিৎসা পরিষেবাও প্রদান করতে পারি। তারই অঙ্গ রূপে আজ আমরা চালু করলাম 'সেবাযান পরিষেবা'।"
বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের চিকিৎসা মানচিত্রে গতবছর নিজেদের নামাঙ্কন করতে সক্ষম হয়েছে বিধাননগরের এইচ বি ব্লকের এই 'এইচ পি ঘোষ হসপিটাল'। ইতিমধ্যে এই সংস্থা 'স্মার্ট আইসিইউ' এবং 'পালমোনারি চেস্ট ট্রি'-র মতো উল্লেখযোগ্য পরিষেবাও দেওয়া শুরু করেছে।
সাংবাদিক সম্মেলনের শেষে 'বিশ্ব দর্পণ'-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সোমনাথ ভট্টাচার্য জানান, "ষাঠোর্ধ প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নিখরচার সেবাযান পরিষেবা যেমন রোগী বা তাঁদের পরিবারকে আকর্ষিত করার কোনো বিশেষ প্রক্রিয়া নয়, তেমনই এটা কোনো সামান্য বিজ্ঞাপনী চমকও নয়।
আমাদের হাসপাতালে এমন অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত পরিষেবিকাবৃন্দ এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে যা হয়তো কোলকাতার অনেক নামকরা চিকিৎসা প্রতিষ্ঠানেও নেই। শুধু তাই নয়, আমাদের সংস্থা অছি পরিষদ (Trust Board) নিয়ন্ত্রিত হওয়ার জন্য আমরা অন্য নামজাদা বেসরকারী হাসপাতালের তুলনায় অনেক কম খরচে চিকিৎসা পরিষেবাও প্রদান করতে পারি। তারই অঙ্গ রূপে আজ আমরা চালু করলাম 'সেবাযান পরিষেবা'।"
বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের চিকিৎসা মানচিত্রে গতবছর নিজেদের নামাঙ্কন করতে সক্ষম হয়েছে বিধাননগরের এইচ বি ব্লকের এই 'এইচ পি ঘোষ হসপিটাল'। ইতিমধ্যে এই সংস্থা 'স্মার্ট আইসিইউ' এবং 'পালমোনারি চেস্ট ট্রি'-র মতো উল্লেখযোগ্য পরিষেবাও দেওয়া শুরু করেছে।
Comments
Post a Comment