হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৮ জুন '২৪):- চারচাকার প্রাক মালিকানাধীন গাড়ি (Second hand Four wheeler) কেনাবেচার ক্ষেত্রে আদর্শ সংস্থা হতে পারে 'অটোবিক্স' (OtoBix)।'অটোবিক্স'-এর তরফে আজ কোলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, "বর্তমানে 'অটোবিক্স' শুধুমাত্র চারচাকার সেকেণ্ড হ্যাণ্ড গাড়ি কেনাবেচার ক্ষেত্রে জড়িত থাকলেও অদূর ভবিষ্যতে এই সংস্থার মাধ্যমে রাজ্য তথা দেশব্যাসী নতুন গাড়ি কেনা, গাড়ি কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং গাড়ির বীমা-র মতো আরো তিনটে সুযোগ পাবেন।"
'অটোবিক্স'-এর প্রতিষ্ঠাতা তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিত পারেখ (Amit Parekh, Founder & Chief Executive Officer, OtoBix) আজ সাংবাদিকদের জানিয়েছেন, "অটোবিক্স-এর অধীনে সেকেণ্ড হ্যাণ্ড গাড়ি কেনাবেচা করার জন্য ২৫০ জন ডিলার রয়েছেন। যার ফলে কোনো গাড়ি বিক্রেতা নিলামের মাধ্যমে তাঁর গাড়ির সর্বোচ্চ বিক্রয় মূল্য হাতে পেতে পারেন।"
'অটোবিক্স'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, "গাড়ি বিক্রির বিষয় চূড়ান্ত হওয়ার পর গাড়ির মোট বিক্রয় মূল্যের উপর বিক্রেতা ও ক্রেতা বা ডিলার উভয়ের থেকে ২ শতাংশ করে মোট ৪ শতাংশ পরিষেবা খরচ উসুল করে 'অটোবিক্স'।"
'অটোবিক্স'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, "গাড়ি বিক্রির বিষয় চূড়ান্ত হওয়ার পর গাড়ির মোট বিক্রয় মূল্যের উপর বিক্রেতা ও ক্রেতা বা ডিলার উভয়ের থেকে ২ শতাংশ করে মোট ৪ শতাংশ পরিষেবা খরচ উসুল করে 'অটোবিক্স'।"
Comments
Post a Comment