স্থিতিশীল রয়েছেন প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৭ জুন, '২৪):- প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Roy, Veteran Actress & Former M.P.)-কে যে অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার নিরিখে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন অভিনেত্রী। জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

'উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল লিমিটেড'-এর তরফে আজ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে হাসপাতালের ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রূপক বড়ুয়া (Rupak Barua, Managing Director & Chief Executive Officer, Woodlands Multispeciality Hospital Ltd.) জানিয়েছেন, "শারীরিক অস্বস্তি ও হৃদস্পন্দন জনিত সমস্যার কারণে গত শনিবার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন ধরণের শারীরিক পরীক্ষা করা হয়। চিকিৎসকদের অনুমান অভিনেত্রী করোনারি অপ্রতুলতায় ভুগছেন (suffering with Coronary Insufficiency)। ভর্তির সময়ের শারীরিক অবস্থার তুলনায় এখন অভিনেত্রী স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

এই মুহূর্তে হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের নির্দেশক ডাঃ এস বি রায়, ক্রিটিক্যাল কেয়ার-এর চিকিৎসক ডাঃ সুস্মিতা দেবনাথ এবং নন ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডাঃ পি কে মিত্র-র,সমন্বয়ে গঠিত তিন সদস্যের এক মেডিক্যাল টিম অভিনেত্রীর স্বাস্থ্যর উপর নজর রেখে চলেছে।"






 

Comments