দুটি কাহিনীচিত্রের কোলাজের আবরণে মুক্তি পেল বাংলা কাহিনীচিত্র মাতৃরূপেণ


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৬ জুন '২৪):- 'পিতৃ দিবস'-এর ঠিক আগের দিন কোলকাতার নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'মুক্তিময়ী ফিল্মস' নিবেদিত (Muktimoyee Films Present) ও পরিচালিকা ডাঃ সুমিতা সাহা (Dr. Sumita Saha, Director) পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'মাতৃরূপেণ' (Bengali Feature Film Matrirupen)।

কাহিনীচিত্রের পরিচালিকা ডাঃ সুমিতা সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "দুটি পৃথক ছবি 'অপরাজিতা' ও 'শ্রীচরণেষু মা'-র সম্মিলিত রূপ মাতৃরূপেণ।"
বলে রাখা ভালো, ৪০ মিনিটের কাহিনীচিত্র 'অপরাজিতা' এবং ১ ঘণ্টা ৩০ মিনিটের কাহিনীচিত্র 'শ্রীচরণেষু মা'-র সম্মিলিত রূপ ২ ঘণ্টা ১০ মিনিটের কাহিনীচিত্র 'মাতৃরূপেণ'।

'অপরাজিতা'-র মূল উপজীব্য সমাজে কন্যা সন্তানের গুরুত্বের বিপ্রতীপে কন্যা ভ্রুণ হত্যা ও তৎসংক্রান্ত প্রতিবাদ, অন্যদিকে ৮৬ বছরের প্রবীণা কবি মুক্তিময়ী সাহা-র জীবনালেখ্য নিয়ে নির্মিত হয়েছে 'শ্রীচরণেষু মা'।


Comments