হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৭ মে '২৪):- 'বিশ্ব হাঁপানি দিবস' (World Asthma Day)-কে সামনে রেখে 'সিকে বিড়লা হসপিটালস' (CK Birla Hospitals) গোষ্ঠীর অন্যতম হাসপাতাল রূপে 'ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট' (Calcutta Medical Research Institute) সংক্ষেপে 'সিএমআরআই' (CMRI) আজ আনুষ্ঠানিকভাবে কোলকাতায় 'সিভিয়ার অ্যাজমা ক্লিনিক' (Severe Asthma Clinic) শুরু করার কথা ঘোষণা করল।'সিএমআরআই'-এর কোলকাতা শাখার প্রধান সোমব্রত রায় (Sombrata Roy, Unit Head, CMRI) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "কোলকাতা বুকে হাঁপানির উপর বিশ্ব মানের এই প্রথম ক্লিনিক খোলা হলো, যেখানে সেরা চিকিৎসক মণ্ডলী ও শিক্ষিতা পরিসেবিকাদের দ্বারা পীড়িতদের রোগ নিরূপণ ও উপশমের ব্যবস্থা করা হবে।"
'সিভিয়ার অ্যাজমা ক্লিনিক'-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মুহূর্তে হাঁপানি রোগের ভয়াবহতার উপর আলোকপাত করতে গিয়ে 'সিএমআরআই'-এর ফুসফুস সংক্রান্ত বিভাগের নির্দেশক ও বিভাগীয় প্রধান ডাঃ রাজা ধর (Dr. Raja Dhar, Director & HOD, Department of Pulmonology, CMRI) জানিয়েছেন, "চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণাধর্মী পত্রিকা 'ল্যানসেট'-এর ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৩৪০ মিলিয়ন মানুষ হাঁপানি রোগে আক্রান্ত এর মধ্যে ভারতে হাঁপানি রোগের শিকার ৩৮ মিলিয়ন মানুষ।
ভারতে ৮০ শতাংশ মানুষের হাঁপানি রোগ বিভিন্ন কারণে নিরূপণ করাই সম্ভব হয় না, আর যাঁদের হাঁপানি রোগী রূপে চিহ্নিত করা হয় তাঁদের মধ্যে ৭০ শতাংশ রোগী উপযুক্ত চিকিৎসাই পান না, ফলতঃ বিশ্বে ১০০ জন রোগী যদি হাঁপানি রোগে মারা যায় তার মধ্যে ৪৩ জন ভারতে মারা যাচ্ছে।"
'সিএমআরআই'-এ 'সিভিয়ার অ্যাজমা ক্লিনিক'-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর হাঁপানি সংক্রান্ত এক আলোচনা সভাতে অংশগ্রহণ করেন কোলকাতার খ্যাতনামা চিকিৎসকবৃন্দ।
Comments
Post a Comment