এবারেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হবেন রাহুল গান্ধী : অমিত শাহ


এম রাজশেখর

কোলকাতা (৭ মে '২৪):- "রাহুল বাবা নির্বাচনে লড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছেন," বলে কটাক্ষ করেছেন 'ভারতীয় জনতা পার্টি' সংক্ষেপে 'বিজেপি'-র অন্যতম বরিষ্ঠ নেতা তথা ভারতের বিদায়ী স্বরাষ্ট্র ও সহযোগিতায় মন্ত্রী অমিত শাহ (Amit Shah, MIC, Department of Home Affairs & Co-operation, Government of India)।

সম্প্রতি দমন ও দিউ-এ নির্বাচনী সফরে গিয়ে অমিত শাহ জানান, "আসন নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা রাহুল কে নিয়ে, তিনি যেখানেই যাবেন হেরে যাবেন।
আমেঠি এবং রায়বেরেলি ঐতিহ্যগতভাবে কংগ্রেসের শক্ত ঘাঁটি কিন্তু কংগ্রেসের বর্তমান অবস্থা এমন যে আমেঠিতে হেরে যাওয়ার পর, রাহুল গান্ধী ওয়ানাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছিলেন এবং এখন তিনি রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
যাঁরা রাজনীতির প্রাথমিক ধারণা রাখেন তারা জানেন যে কংগ্রেস দল রাহুল গান্ধীকে প্রায় ২০ বছর ধরে তুলে ধরার চেষ্টা করে চলেছে, কিন্তু প্রতিবারই তাঁকে তার তুলে ধরতে ব্যর্থ হয়েছে।"

অমিত শাহ দাবী করেছেন, "এবারে অর্থাৎ ২১ বারেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হবেন রাহুল গান্ধী।"

অমিত শাহ জোর গলায় দাবী করেছেন, "ভারতীয় জনতা পার্টি গত দশ বছরে দেশে যে উন্নয়ন মূলক কাজ করেছে, সন্ত্রাসবাদ দমনে যেভাবে কঠোর হয়েছে, ধর্মীয় স্থান সুরক্ষা ও পুনর্নির্মাণে যেভাবে এগিয়ে এসেছে তারই ফলশ্রুতিতে এবারে ভারতীয় জনতা পার্টি ৪০০ আসন সংগ্রহ করে পুনরায় নরেন্দ্র মোদী কে প্রধানমন্ত্রী বানাতে সমর্থ হবে।"

Comments