কোলকাতায় সম্পন্ন হল আর্টলাইন ড্রইং ক্লাসের চতুর্থ চিত্র প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৫ মে '২৪):-  'আর্টলাইন ড্রইং ক্লাস'-এর আয়োজনে গত ১ মে কোলকাতার 'ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' সংক্ষেপে 'আইসিসিআর'-এর 'অবনীন্দ্রনাথ গ্যালারি'তে হয়ে গেল সংস্থার চতুর্থ চিত্র প্রদর্শনী

বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বল করে শুরু হয় সংস্থার চতুর্থ চিত্র প্রদর্শনী। 'আর্টলাইন ড্রইং ক্লাস'-এর কর্ণধার সৌরভ শীল জানিয়েছেন, "৩৬-এর বেশি ছাত্রছাত্রীর আঁকা ৭৫-এর বেশি চিত্রকলা নিয়ে সেজে উঠেছিল 'অবনীন্দ্রনাথ গ্যালারি'।"

বলে রাখা ভালো, ২৮ বছর আগে মাত্র ৫ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়া 'আর্টলাইন ড্রইং ক্লাস'-এর বর্তমানে শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। অন্তর্জালের মাধ্যমে আমেরিকা থেকেও ছাত্রছাত্রীরা বর্তমানে এই সংস্থা থেকে শিক্ষা লাভ করছে।


Comments