হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৯ মে '২৪):- পশ্চিমবঙ্গ তথা কোলকাতার বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে তাল মিলিয়ে গতকাল কোলকাতার 'নজরুল মঞ্চ'-এ দিনভর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪ তম জন্মজয়ন্তী পালন করল কোলকাতার অন্যতম রবীন্দ্র সংগীত শিক্ষা প্রতিষ্ঠান 'নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন'।
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, "প্রতিষ্ঠানের শান্তিনিকেতন ও কোলকাতার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিলিয়ে মোট ৫০০ জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।"
জেনে রাখা ভালো, এই মুহূর্তে কোলকাতায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান মূলতঃ রবীন্দ্রনাথ কেন্দ্রিক শিক্ষা প্রদান করে তার মধ্যে 'নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন' এক বিশেষ স্থান দখল করে বসে আছে।
'নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন'-এর অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানিয়েছেন, "১৯৯৬ সাল থেকে রবীন্দ্রজয়ন্তী পালন করছে আমাদের প্রতিষ্ঠান।"
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বছর রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, রবীন্দ্রনৃত্য, নৃত্যনাট্য ও পাঠের পাশাপাশি নাটক সহ একাধিক বিষয় পরিবেশন করা হয়।
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, "প্রতিষ্ঠানের শান্তিনিকেতন ও কোলকাতার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিলিয়ে মোট ৫০০ জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।"
জেনে রাখা ভালো, এই মুহূর্তে কোলকাতায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান মূলতঃ রবীন্দ্রনাথ কেন্দ্রিক শিক্ষা প্রদান করে তার মধ্যে 'নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন' এক বিশেষ স্থান দখল করে বসে আছে।
'নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন'-এর অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানিয়েছেন, "১৯৯৬ সাল থেকে রবীন্দ্রজয়ন্তী পালন করছে আমাদের প্রতিষ্ঠান।"
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বছর রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, রবীন্দ্রনৃত্য, নৃত্যনাট্য ও পাঠের পাশাপাশি নাটক সহ একাধিক বিষয় পরিবেশন করা হয়।
পরিবেশিত হয় নৃত্যগীতি আলেখ্য 'হোরিখেলা' ও 'তারি রসের রঙ্গী','পূজারিণী', 'রাজমৃগয়া' ও নাটক 'তোতা কাহিনী'।
এছাড়া ও ছিল সুতপা ঘরাণার কবিতা কোলাজ 'আমি অন্তঃপুরের মেয়ে' এবং ফুলিয়া আনন্দধ্বনি-র রবীন্দ্র নৃত্যনাট্য 'শাপমোচন'।
এছাড়া ও ছিল সুতপা ঘরাণার কবিতা কোলাজ 'আমি অন্তঃপুরের মেয়ে' এবং ফুলিয়া আনন্দধ্বনি-র রবীন্দ্র নৃত্যনাট্য 'শাপমোচন'।
Comments
Post a Comment