কফি হাউস এবার বালিগঞ্জে


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৫ মে '২৪):- 'সাহারা ক্যুইন'-এর সহযোগিতায় বালিগঞ্জের 'বিজন সেতু'-র ধারে খুলে গেল কোলকাতার ঐতিহ্যবাহী 'ইণ্ডিয়ান কফি হাউস'-এর নতুন শাখা (Indian Coffee Hose, Ballygunge)।

জেনে রাখা ভালো, কোলকাতা কলেজ স্কোয়ার চৌহদ্দীর সাবেক কফি হাউসের রেশ গায়ে মেখে বহরমপুরের ডাকবাংলো, শ্রীরামপুর, ডায়মণ্ডহারবার এবং দীঘার পর আজ থেকে দক্ষিণ কোলকাতার বালিগঞ্জে শুরু হল 'ইণ্ডিয়ান কফি হাউস'-এর পথ চলা।

'ইণ্ডিয়ান কফি ওয়ার্কার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড'- এর সম্পাদক সারফরাজ আহমেদ (Sarafraj Ahmed, Secretary, Indian Coffee Worker Co-operative Society Limited) সংবাদমাধ্যমকে বলেছেন, "দক্ষিণ কলকাতার অনেক মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বালিগঞ্জের 'বিজন সেতু'-র পাশে ১৮০০ বর্গফুটের শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এক কফি হাউসের আজ দ্বারোদ্ঘাটন হল। এখানে একসাথে ৭৮ জন বসে কফির স্বাদ গ্রহণ করতে পারবেন।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি সুবোধ সরকার, গায়ক সুদেব দে, বিশিষ্ট নাট্যকর্মী তথা অভিনেত্রী নীলিমা চক্রবর্তী, সঙ্গীত শিল্পী কল্যাণ সেনবরাট সহ 'পাবলিশার্স অ্যাণ্ড বুক সেলার্স গিল্ড' এর সম্পাদক সুধাংশু শেখর দে।

উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন 'সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক অচিন্ত্য লাহা (Achinta Laha, Secretary, Social Service Association)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দিব্যেন্দু দত্ত।

Comments