পশ্চিমবঙ্গের পিঙ্ক বুথগুলোর কর্মচারীদের উদ্দেশ্যে নির্বাচন আয়োগের হাতে স্বাস্থ্য সামগ্রী তুলে দিল দিশান হসপিটাল
হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৯ মে '২৪):- অষ্টদশ লোকসভা নির্বাচন (18th Loksabha Elections)-এর অন্তিম চরণ (Last Phase)-এর প্রাক্কালে মহিলা কর্মী পরিচালিত নির্বাচন কক্ষ বা 'পিঙ্ক বুথ' (Pink Booth)-এ কর্মরত মহিলা কর্মীদের সুবিধার্থে 'ভারতের নির্বাচন আয়োগ' (Election Commission of India)-এর পশ্চিমবঙ্গ রাজ্য শাখার জনৈক পদস্থ কর্মকর্তার হাতে স্বাস্থ্য ও স্বাস্থ্য সহায়ক সামগ্রী (Health & Hygiene Kits) তুলে দিল কোলকাতার 'দিশান হসপিটাল' (Desun Hospital, Kolkata)।'দিশান হসপিটাল'-এর তরফ থেকে জানানো হয়েছে, "এই সামগ্রীর মাধ্যমে ৪০ টা মহিলা পরিচালিত বুথের কমবেশি ১৫০ মহিলা কর্মচারী লাভবান হবেন।"
আজ কোলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 'ভারতের নির্বাচন আয়োগ'-এর 'সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যাণ্ড ইলেকটোরাল পার্টিসিপেশন' বিভাগের নোডাল অফিসার বিশ্বজিৎ দাশগুপ্ত-র হাতে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সামগ্রী সহ একটা হুইলচেয়ার তুলে দেয় 'দিশান হসপিটাল কোলকাতা' কর্তৃপক্ষ।
বলে রাখা ভালো, এ বছর পশ্চিমবঙ্গে ভোটদান পর্ব সংগঠিত হচ্ছে সাতদফায়। ছয় দফার মতদান পর্ব শেষ হয়ে গেছে, শেষ দফার মতদান গ্রহণ করা হবে আগামী ১ জুন। পশ্চিমবঙ্গে এবার মোট নির্বাচনী কেন্দ্র রয়েছে ৮০, ৫৩০ টা, তার মধ্যে সম্পূর্ণ রূপে মহিলা কর্মী পরিচালিত মতদান কেন্দ্র রয়েছে ৫, ৯৪২ টা।
বলে রাখা ভালো, এ বছর পশ্চিমবঙ্গে ভোটদান পর্ব সংগঠিত হচ্ছে সাতদফায়। ছয় দফার মতদান পর্ব শেষ হয়ে গেছে, শেষ দফার মতদান গ্রহণ করা হবে আগামী ১ জুন। পশ্চিমবঙ্গে এবার মোট নির্বাচনী কেন্দ্র রয়েছে ৮০, ৫৩০ টা, তার মধ্যে সম্পূর্ণ রূপে মহিলা কর্মী পরিচালিত মতদান কেন্দ্র রয়েছে ৫, ৯৪২ টা।
'দিশান হসপিটাল' কোলকাতা-র নির্দেশক শাঁওলি দত্ত (Shaoli Dutta, Director, Desun Hospital, Kolkata) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "দাঁত মাজার মাজন, দাঁত মাজার ব্রাশ, মাথায় দেওয়ার তেল সহ দৈনন্দিন প্রয়োজনে লাগে এমন কিছু প্রসাধনী ও স্বাস্থ্য সহায়ক সামগ্রী রয়েছে কিটসের ভেতর।"
'পিঙ্ক বুথগুলো'-য় কর্মরত মহিলা ভোটকর্মীদের ব্যবহারিক প্রয়োজনের জন্য স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সামগ্রী বন্টন অনুষ্ঠানে দিশান হসপিটাল-এর তরফে নির্দেশক ছাড়াও উপস্থিত ছিলেন হসপিটালের একাধিক বরিষ্ঠ আধিকারিক ও চিকিৎসকবৃন্দ।
'পিঙ্ক বুথগুলো'-য় কর্মরত মহিলা ভোটকর্মীদের ব্যবহারিক প্রয়োজনের জন্য স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সামগ্রী বন্টন অনুষ্ঠানে দিশান হসপিটাল-এর তরফে নির্দেশক ছাড়াও উপস্থিত ছিলেন হসপিটালের একাধিক বরিষ্ঠ আধিকারিক ও চিকিৎসকবৃন্দ।
Comments
Post a Comment