অ্যাক্টিং, মডেলিং, ড্যান্স ও অ্যাঙ্করিং সংক্রান্ত সার্টিফিকেট কোর্স শুরু করতে চলেছে চ্যাটার্জি প্রোডাকশন হাউজ
হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৩ মে '২৪):- 'মাস্টারি অ্যাকাডেমী'-র সহায়তা নিয়ে কোলকাতার উপকণ্ঠে বিমানবন্দর লাগোয়া অঞ্চলে অভিনয়, মডেলিং, নৃত্য ও সঞ্চালনা সংক্রান্ত বিভিন্ন মেয়াদি 'সার্টিফিকেট কোর্স' শুরুর কথা ঘোষণা করল 'চ্যাটার্জি প্রোডাকশন হাউজ'-এর অন্যতম কর্ণধার অরিন্দম চ্যাটার্জি।'মাস্টারি অ্যাকাডেমী'-র ব্যাবস্থাপক নির্দেশক শুভরঞ্জন সাহা, অভিনেতা হিমাদ্রি দাস, অভিনেত্রী সোমা চক্রবর্তী, প্রযোজক বিজয় গোয়েল এবং নির্দেশক গৌতম সাতভাইয়া-র উপস্থিতিতে আজ সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অরিন্দম চ্যাটার্জি জানিয়েছেন, "মাসিক ৫ হাজার টাকা ফিজ-এর বিনিময়ে প্রতি বিভাগে ১৫ জন ছাত্রছাত্রীকে হাতেকলমে প্রশিক্ষণ দেবে 'চ্যাটার্জি প্রোডাকশন হাউজ'।"
অরিন্দমবাবু আরো জানিয়েছেন, "কোর্স চলাকালীন ছাত্রছাত্রীদের সাম্মানিক সহযোগে কাজেরও সুযোগ দেওয়া হবে।
'চ্যাটার্জি প্রোডাকশন হাউজ'-এর তরফ থেকে জানানো হয়েছে, "পাঁচ বছরের উপর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত যেকোনো নরনারী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে পারবেন।"
'চ্যাটার্জি প্রোডাকশন হাউজ'-এর তরফ থেকে জানানো হয়েছে, "পাঁচ বছরের উপর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত যেকোনো নরনারী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে পারবেন।"
ছবি : রণেশ বিশ্বাস
Comments
Post a Comment