হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২২ মে '২৪):- পেশাদারি ক্ষেত্রে ভবিষ্যত প্রজন্মের ছাত্রছাত্রীদের ডিজিট্যালি স্কিলড করে তৈরি করার লক্ষ্যে 'গুগল ক্লাউড' (Google Cloud)-এর সাথে গাঁটছড়া বাঁধল 'টেকনো ইণ্ডিয়া গ্রুপ' (Techno India Group)।গাঁটছড়ার ফসল রূপে 'টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটি' (Techno India University)-র অধীন ১৫ হাজার ছাত্রছাত্রী 'গুগল ক্লাউড' সম্পর্কিত ২০০ ঘণ্টার বিনামূল্যে যুগোপযোগী প্রশিক্ষণ পাবে।
আজ 'টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটি'-তে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'টেকনো ইণ্ডিয়া গ্রুপ'-এর মুখ্য উদ্ভাবন আধিকারিক তথা কার্যনির্বাহী নির্দেশক মেঘদূত রায়চৌধুরী (Meghdut Roychowdhury, Chief Innovation Officer & Executive Director, Techno India Group) জানিয়েছেন, "পাইলট প্রজেক্ট রূপে চিহ্নিত এই প্রশিক্ষণ পর্বে 'টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটি'-র অধীন ১৫ হাজার ছাত্রছাত্রী প্রত্যেকে ২০০ ঘণ্টা রূপে প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ পর্ব শেষ হতে ৪ বছর লাগবে। তবে পরবর্তী পর্যায়েও এই প্রশিক্ষণ পর্ব চলতে পারে।
এই প্রশিক্ষণ পর্ব আন্তর্জাতিক স্তরে স্বীকৃত হওয়ার কারণে ছাত্রছাত্রীরা তাদের সিভি-তে এই প্রশিক্ষণ পর্ব উল্লেখ করতে পারবে।"
সাংবাদিক সম্মেলনে 'টেকনো ইণ্ডিয়া গ্রুপ'-এর সহ সভানেত্রী তথা 'টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটি'-র সহ আচার্য অধ্যাপিকা মানসী রায়চৌধুরী (Manasi Roychowdhury, Co Chairperson, Techno India Group & Co Chancellor, Techno India University)-র পাশে বসে 'স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অব ক্লাউড রিং টেকনোলজিস'-এর নির্দেশক লক্ষ্মী নারায়ণ (Laxmi Narayan, Director, Strategic Alliance of Cloud Reign Technologies) জানিয়েছেন, "টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটি'-র যে সকল ছাত্রছাত্রী আমাদের প্রশিক্ষণ নেবে তারা প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেকে ক্লাউড-এর সৌজন্যে বিনামূল্যে তাদের কম্পিউটার ১০০ টেরাবাইট ও ২০ গিগাবাইট স্টোরেজ অর্জন করবে।"
'টেকনো ইণ্ডিয়া গ্রুপ'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, "আগামী ৬ মাসের মধ্যে কমবেশি ১ লাখ লোক যাতে গুগল-এর কোনো না কোনো পরিষেবার উপর যাতে প্রশিক্ষণ পায় সে বিষয়ে বিশেষ যত্নবান হবে 'টেকনো ইণ্ডিয়া গ্রুপ'।
'টেকনো ইণ্ডিয়া গ্রুপ'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, "আগামী ৬ মাসের মধ্যে কমবেশি ১ লাখ লোক যাতে গুগল-এর কোনো না কোনো পরিষেবার উপর যাতে প্রশিক্ষণ পায় সে বিষয়ে বিশেষ যত্নবান হবে 'টেকনো ইণ্ডিয়া গ্রুপ'।
Comments
Post a Comment