এম রাজশেখর
গুরুগ্রাম (১৮ মে '২৪):- ২০২৩ - '২৪ বিত্তবর্ষের শেষে গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক এবং একইসাথে বাৎসরিক ফলাফল ঘোষণা করল ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তম বেসরকারী মাল্টিস্পেশালিটি টারশিয়ারী কেয়ার সংস্থা 'মেদান্তা' (Medanta)।গতকাল সংবাদমাধ্যমের সামনে অর্থবর্ষের ফলাফল সম্পর্কে তথ্য পেশ করতে গিয়ে সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও নির্দেশক পঙ্কজ সাহনি (Pankaj Sahani, Group CEO & Director, Medanta) জানিয়েছেন, “মেদান্তাকে পরপর পাঁচ বছর ভারতের 'সেরা বেসরকারি হাসপাতাল' রূপে স্বীকৃতি দিয়েছে 'নিউজউইক'।"
▪︎ সকল খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত হয়েছে ৭৭২০ মিলিয়ন টাকা।
▪︎ হাসপাতালে রোগী ভর্তি বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। বহির্বিভাগে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশ।
একনজরে সংস্থার অর্থনৈতিক কর্মকাণ্ডের সারাৎসার :-
▪︎ শেষ অর্থবর্ষে আগের বছরের তুলনায় ব্যাবসা ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট আয় হয়েছে ৩৩, ৪৯৮ মিলিয়ন টাকা।
▪︎ কর বাদ দিয়ে আগের বছরের তুলনায় মুনাফি ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪,৭৮১ মিলিয়ন টাকা।▪︎ সকল খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত হয়েছে ৭৭২০ মিলিয়ন টাকা।
▪︎ হাসপাতালে রোগী ভর্তি বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। বহির্বিভাগে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশ।
Comments
Post a Comment