হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৭ মে '২৪):- "২০২৩ - '২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে 'বন্ধন ব্যাঙ্ক'-এর মোট ব্যাবসা ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৬০ লক্ষ কোটি টাকায় অবস্থান করছে। মোট আমানতের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কের খুচরো শেয়ার এখন ৭০ শতাংশের কাছে পৌঁছেছে।" আজ কোলকাতায় ২০২৩ - '২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের ফলাফল সাংবাদিকদের সামনে পরিবেশন করতে গিয়ে এই কথা জানিয়েছেন 'বন্ধন ব্যাঙ্ক'-এর ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষ (Chandrasekhar Ghosh, MD & CEO, Bandhan Bank)।ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, "আগের বছর শেষ ত্রৈমাসিকের তুলনায় এই বছর ব্যাঙ্কের আমানত ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে মোট জমার পরিমাণ ১.৩৫ লক্ষ কোটি টাকা এবং মোট অগ্রিম রাশির পরিমাণ ১.২৫ লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট অনুপাত সামগ্রিক খাতার ৩৭ শতাংশের উপরে স্থিত রয়েছে।"
Comments
Post a Comment