মুখের ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে মুখের পরীক্ষা করল ডিসান হসপিটাল


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৫ মে '২৪):- আগামী ৩১ মে 'বিশ্ব তামাক মুক্ত দিবস' (World No Tobacco Day) কে সামনে রেখে মুখের ক্যানসারের প্রতিরোধে আজ বিনামূল্যে মুখের পরীক্ষা (Free Oral Screening Camp) করল কোলকাতার 'ডিসান হসপিটাল' (Desun Hospital, Kolkata)।

'ডিসান হসপিটাল'-এর তরফ থেকে হাসপাতালের নির্দেশক শাঁওলি দত্ত (Shaoli Dutta, Director, Desun Hospital) জানিয়েছেন, "মুখের ক্যানসারের উদ্বেগজনক প্রকোপ এবং রোগের বিরুদ্ধে লড়াইয়ে রোগকে প্রাথমিকভাবে সনাক্তকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই আজকের এই মহতী কর্মকাণ্ডের মূল লক্ষ্য।"

বিনামূল্যে মুখের পরীক্ষা শীর্ষক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে হাসপাতালের দন্ত বিভাগ, ক্যানসার সহ অন্যান্য বিভাগের চিকিৎসকবৃন্দ জানান, "এই মূহুর্তে ভারতে ক্যানসার রোগের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ভারতে যত ধরনের ক্যানসার দেখা যাচ্ছে তার মধ্যে মুখের ক্যানসার অন্যতম। অন্যান্য ক্যানসারের মতো এই ক্যানসারও ভয়াবহ রূপ ধারণ করে। তাই যদি প্রাথমিক পর্যায়ে এই রোগকে সনাক্ত করে রোগকে প্রতিরোধ করা যায় সেটা ব্যক্তি তথা দেশের জন্য এটা লাভজনক বিষয় হতে পারে।"

Comments