হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১১ মে '২৪):- সব কিছু ঠিকঠাক চললে 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' পরিচালিত 'পশ্চিমবঙ্গ সরকার'-এর অন্যতম সামাজিক প্রকল্প 'কন্যাশ্রী' (Kanyashree)-র সফলতা সম্পর্কিত পূর্ণদৈর্ঘ্যের ভিন্নধর্মী বাংলা কাহিনীচিত্র 'সুকন্যা' (Bengali Feature Film Sukanya) মুক্তি পেতে পারে জুন মাসের শেষ সপ্তাহে।শ্রাবন্তী মণ্ডলের কাহিনী অবলম্বনে 'কে পি মুভিজ' নিবেদিত, সমীর মণ্ডল প্রযোজিত ও উজ্জ্বল মণ্ডল নির্দেশিত বাংলা কাহিনীচিত্র 'সুকন্যা'-য় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখার্জি, কনীনিকা ব্যানার্জি, রাজ্যসভার প্রাক্তন সদস্য ডাঃ শান্তনু সেন সহ প্রবীণ এবং নবীন একঝাঁক অভিনেতা ও অভিনেত্রীকে।
গতকাল সন্ধ্যায় ডাঃ শান্তনু সেন-এর উপস্থিতিতে এক নাতিদীর্ঘ অনুষ্ঠানের মাধ্যমে কোলকাতায় মুক্তি পেয়েছে 'সুকন্যা'-র পোস্টার ও ট্রেলার।
প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "নারী শক্তির জয়গান গাওয়া এই চলচ্চিত্র মূলতঃ তিন নারীর জীবন সংগ্রামের কাহিনী। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের এক মা, তার মেয়ে ও এক মহিলা রাজনৈতিক নেত্রীর কাহিনী নিয়ে তৈরী হয়েছে 'সুকন্যা'।
কাহিনীচিত্রে দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্প 'কন্যাশ্রী'-র সুবিধা নিয়ে প্রত্যন্ত গ্ৰামের এক মেয়ে কীভাবে একজন 'আইপিএস' অফিসার হয়ে উঠল।"
Comments
Post a Comment