রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে ভূষিত হলেন পশ্চিমবঙ্গের চিত্রকর দিবাকর চক্রবর্তী


এম রাজশেখর 

নতুন দিল্লী (২৮ এপ্রিল '২৪):- এই বছরের 'রাষ্ট্রীয় প্রতিভা সম্মান ২০২৪' (Rastriya Prativa Samman 2024)-এ ভূষিত হলেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাসিন্দা দিবাকর চক্রবর্তী (Divakar Chakroborty, Painter, Howrah, West Bengal)।

আজ নয়া দিল্লীর 'তিনমূর্তি ভবন'-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দিবাকর চক্রবর্তী-র হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন ভারতীয় নৃত্য জগতের উজ্জ্বল নক্ষত্র তথা বলিউড অভিনেত্রী সুধা চন্দন (Sudha Chandan, Eminent Dancer & Bollywood Actress)।

পরে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দিবাকর চক্রবর্তী বলেছেন, "এই সম্মান আমার টুপিতে এক নতুন পালক যোগ করল, চিত্রশিল্পী রূপে ১০ বছর ধরে কাজ করে চলেছি, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে একক ও দলগতভাবে যেমন অনেক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি, তেমনই এর আগে নানান সম্মানে ভূষিত হয়েছি। তবে সুধা চন্দনের মতো মহীয়সী মহিলার হাত থেকে সম্মান গ্রহণ করার অনুভূতিই আলাদা।"

Comments