আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে নিঃশর্ত সমর্থন করবে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ এপ্রিল '২৪):- আসন্ন লোকসভা নির্বাচনে 'ভারতীয় জনতা পার্টি''-র সকল মতপ্রার্থীকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা করল 'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা' (Bengal Provincial Hindu Mahasabha)।

আজ 'কোলকাতা প্রেস ক্লাব'-এ সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার অধ্যক্ষ শম্ভুনাথ গাঙ্গুলী (Shambhunath Ganguly, President, Bengal Provincial Hindu Mahasabha) স্পষ্ট করে জানান, " হিন্দু মহাসভা-কে কলঙ্কিত করার জন্য কিছু অনথীভুক্ত ভুঁইফোঁড় রাজনৈতিক সংস্থা 'হিন্দু মহাসভা'-র নাম করে ভোট ভিক্ষা করতে নেমে পড়েছে। আমাদের সাথে ওই সব সংস্থার কোনোরকম সম্পর্ক নেই।"



'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'-র সম্পাদক অনন্ত সিংহ রায় (Ananta Singha Roy, Secretary, Bengal Provincial Hindu Mahasabha) জানিয়েছেন, "পশ্চিমবঙ্গের শাসক সম্প্রদায়ের রাজনৈতিক সুবিধার্থে ও 'ভারতীয় জনতা পার্টি'-র ভোট কাটার লক্ষ্যেই এইসব ভুঁইফোঁড় সংস্থাগুলো রাজ্যের বুকে ভোট প্রার্থনা করছে। আমরা স্পষ্ট করে বলছি ওরা মুখে যতই 'হিন্দু মহাসভা'-র নাম করে ভোট ভিক্ষা করুক না কেন, ওরা মূল 'হিন্দু মহাসভা'-র কেউ নয়।"

'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'-র অধ্যক্ষ ও সম্পাদকের কথার সাথে তাল মিলিয়ে সংস্থার অন্যতম কার্যনির্বাহী সদস্য সন্দীপ মুখোপাধ্যায় (Sandip Mukhopadhyay, Executive Member, Bengal Provincial Hindu Mahasabha) বলেছেন, "গান্ধী হত্যার পর একদিকে 'হিন্দু মহাসভা'-র বঙ্গীয় প্রদেশ শাখা দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে 'ভারতীয় জনতা পার্টি'-র সাথে কিছু মৌলিক নীতিগত পার্থক্য দেখা দিলেও দ্ব্যর্থহীন ভাষায় আমরা ঘোষণা করছি, আসন্ন লোকসভা নির্বাচনে 'ভারতীয় জনতা পার্টি' পশ্চিমবঙ্গের যতগুলো লোকসভা নির্বাচনী ক্ষেত্রে প্রার্থী দেবে আমরা তাঁদের সবাইকে নিঃশর্ত সমর্থন করব।"

Comments