ছাতুবাবুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী মা কালী উদ্যানের বর্ষপূর্তি উৎসবের প্রসাদ পেলেন ১০ হাজার দর্শনার্থী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৮ এপ্রিল '২৪):- মধু অমাবস্যা তিথিতি আজ হাওড়া জেলার সালকিয়া স্কুল রোডে অবস্থিত 'ছাতুবাবুর ঘাট' সংলগ্ন 'শ্রী শ্রী মা কালী উদ্যান'-এর ৪০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এলাকায় শ্রদ্ধালু ভক্তদের ঢল নামে।

'শ্রী শ্রী মা কালী উদ্যান'-এর স্থপতি ও সেবাইত অষ্টমকুমার চক্রবর্তী আজ সংবাদমাধ্যমকে জানান, "আজ থেকে ৪০ বছর আগে 'কোলকাতা বন্দর কর্তৃপক্ষ'-র নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডেই স্থাপিত হয়েছিল দক্ষিণা কালিমাতার এই মন্দির।"


মন্দিরের অন্যতম সদস্য তথা বিশিষ্ট জ্যোতিষ সংস্থা 'শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র'-র কর্ণধার ডঃ নীলাদ্রিনারায়ণ বসু জানান, "বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত ভক্তদের পুনর্মিলন অনুষ্ঠানে ১০ হাজার ভক্ত প্রসাদ পেয়েছেন।"

বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে আজ সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে দেখা যায় ভক্তদের ভীড়। সারাদিন ছিল একাধিক অনুষ্ঠানের আয়োজন।

Comments