জাতীয় কংগ্রেসের ইস্তাহারে থাইল্যাণ্ডের ছবি থাকায় শাহর কটাক্ষ


এম রাজশেখর

কোলকাতা (১১ এপ্রিল '২৪):- 'ভারতের জাতীয় কংগ্রেস' (Indian National Congress) বা 'আইএনসি' (INC)-র ইস্তাহারে অন্য দেশের ছবি থাকায় এবার 'ভারতীয় জনতা পার্টি' (Bharatiya Janata Party) বা 'বিজেপি' (BJP)-র কটাক্ষের মুখে পড়ল শতাব্দী প্রাচীন কংগ্রেস দল।

গতকাল পশ্চিমবঙ্গের বালুরঘাট এবং বিহারের আওরঙ্গবাদের দুটো নির্বাচনী জনসভায় 'ভারতের জাতীয় কংগ্রেস'-কে নিশানায় রেখে 'ভারতীয় জনতা পার্টি'-র অন্যতম বরিষ্ঠ নেতা তথা দেশের স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ (Amit Shah, Union Minister, Department of Home Affairs & Co-operation, Government of India) তোপ দেগেছেন, "যেহেতু রাহুল বাবা মাঝেমধ্যে থাইল্যাণ্ডে ছুটি কাটাতে যান, সম্ভবত সেইজন্য কংগ্রেস দল তাদের নির্বাচনী ইস্তাহারে থাইল্যাণ্ডের ছবি রেখেছে।"

কংগ্রেসকে বিদ্ধ করে অমিত শাহ বলেন, "যে দল তাঁদের পরিবারের লোকদেরই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর আসনে দেখতে পছন্দ করেন তাঁদের মুখে লোকতন্ত্রের কথা মানায় না।
কংগ্রেস দল একদিকে যেমন 'মুসলিম ব্যক্তিগত আইন' (Muslim Personal Law)-এর পক্ষে তেমনই তারা উত্তর ও দক্ষিণ ভারতকে ভাগ করার কথা বলে। এই দলের জন্যই ১৯৪৭ সালে ভারতকে দুই ভাগে ভাগ হতে হয়েছিল। আজ দেশে 'বিজেপি' সরকার থাকায় কেউ দেশকে টুকরো করার কথা ভাবতেও পারেনা।" 

Comments