অনুপমকে আরো অনেক পথ এগোতে হবে : পাঞ্চালি মুন্সী


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৮ এপ্রিল '২৪):- 'বঙ্গ পুরুষ সম্মান' (Bongo Purush Samman)-এ ভূষিত হলেন কোলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার (Anupam Halder, Photo Artist)।

'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট' (Red Wine Entertainment)-এর তরফে আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে অপর ১৯ জন সফল পুরুষের পাশাপাশি অনুপম হালদার-কেও এ বছরের অন্যতম 'বঙ্গ পুরুষ সম্মান' প্রদান করা হয়।

অনুষ্ঠান মঞ্চে অনুপম হালদার-কে সম্মানিত করার পর স্বামীর কাজের স্বীকৃতির গর্বে উচ্ছ্বসিত হয়ে স্ত্রী পাঞ্চালি মুন্সী (Panchali Munsi, Joint Commissioner, Department of Finance, Government of West Bengal) জানান,"অনুপমকে আরো অনেক পথ এগোতে হবে।"

আজ 'আইসিসিআর'-কোলকাতার 'সত্যজিৎ রায় অডিটোরিয়াম'-এ অনুপম হালদার সহ অপর ১৯ জনের হাতে 'বঙ্গ পুরুষ সম্মান' তুলে দেওয়া হয়।
বলে রাখা ভালো, সখের আলোকচিত্রী হওয়ার পাশাপাশি পেশাগত জীবনে অনুপম হালদার নিজেও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ।

'বঙ্গ পুরুষ সম্মান' গ্রহণ করার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অনুপম হালদার জানান, "এত গুণী জনের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে একই সম্মান গ্রহণ করা সত্যি সুখদায়ক। আমি অভিভূত।"

                                    আলোকচিত্রী : মৃত্যুঞ্জয় রায় 


Comments