সুবোধ সরকারের হাত ধরে মুক্তি পেল বাংলা বই শিলার জিন্নত


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৭ এপ্রিল '২৪):- কবি, সম্পাদক, অনুবাদক তথা ইংরেজি ভাষার অ্যাসোসিয়েট প্রফেসর সুবোধ সরকার (Subhodh Sarker, Poet, Editor, Translators & Associate Professor of English)-এর উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় 'কোলাহল থিয়েটার ওয়ার্কশপ' (Kolahal Theatre Workshop)- এর উদ্যোগে 'রবীন্দ্র সদন'-এর অনুষ্ঠান মঞ্চে উন্মোচিত হল 'দাঁড়াবার জায়গা' প্রকাশনী সংস্থার নতুন বাংলা গ্রন্থ 'শিলার জিন্নাত' (Shilar Jinnat, Bengali Book)।

পুস্তক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা নাইজেল আক্কারা (Nigel Akkara, Actor) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
পুস্তক প্রকাশ অনুষ্ঠানের পর অনুষ্ঠান মঞ্চে সর্বাণী ঘোষ বসু রচিত এবং নাইজেল আক্কারা পরিচালিত 'শিলার জিন্নাত' এবং তন্ময় ঘোষ পরিচালিত 'উড়ুক্কু মানুষ' নামাঙ্কিত দুটো নাটক মঞ্চস্থ হয়।

Comments