আগামী কাল পর্যন্ত চলবে রেড এফএম-এর তিন দিনের পয়লা বৈঠক


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৩ এপ্রিল '২৪):- বাংলা নববর্ষ উপলক্ষ্যে 'রেড এফএম' (Red FM)-এর চতুর্থতম তিনদিন ব্যাপী বৈঠকী আড্ডা 'পয়লা বৈঠক' (Poila Baithak) শেষ হতে চলেছে আগামীকাল।
গতকাল অর্থাৎ ১২ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই কার্যক্রম।

বাংলার লোকসঙ্গীত, বাউল, সাঁওতালি গান, থিয়েটারের আখ্যান, জনপ্রিয় নাটক সহ একাধিক বিষয় নিয়েই সজ্জিত থাকছে 'পয়লা বৈঠক'।

তিন দিনের এই বৈঠকে দেবশঙ্কর হালদার, ঊষা উথুপ, শ্রীকান্ত আচার্য, ইমন চক্রবর্তী, সৌরেন্দ্র সৌম্যজিৎ, দোহার, ফকিরা, কার্তিক দাস বাউল, এবং বিক্রম ঘোষের মতো মূল শিল্পীদের বিভিন্ন বক্তব্য ও অনুষ্ঠান শোনানো হচ্ছে।

'রেড এফএম' ও 'ম্যাজিক এফএম'-এর সিওও এবং ডিরেক্টর নিশা নারায়ণন (Nisha Narayanan, COO & Director Red FM & Magic FM) 'পয়লা বৈঠক' সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেছেন, "বাংলার শৈল্পিক ঐতিহ্য সম্পর্কে আমরা সম্পূর্ণ সচেতন।"

Comments