পূজা পার্বনে আগ্রহ হারাচ্ছে কৈখালির যুবসমাজ : স্বপন বিশ্বাস


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৩ এপ্রিল '২৪):- "কৈখালি নাগরিকবৃন্দ আয়োজিত অন্নপূর্ণা পূজায় অনীহা দেখাচ্ছে দমদম বিমানবন্দর লাগোয়া কৈখালি-র যুবসমাজ," এমনটাই জানালেন 'কৈখালি নাগরিকবৃন্দ'-র কোষাধ্যক্ষ স্বপন বিশ্বাস (Swapan Biswas, Treasurer, Kaikhali Nagarikbrinda)।

আজ সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে শ্রী বিশ্বাস জানান, "আজ থেকে ৪৩ বছর আগে যখন এখানকার 'শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা' শুরু হয়, সেই সময় আমিই ছিলাম সম্পাদক। যে পূজা শুরু হয়েছিল কমবেশি ২-৩ লাখ টাকা দিয়ে আজ সেই পূজাতে বিভিন্ন উৎস থেকে কমবেশি ১৫ লাখ টাকা আদায় হলেও, ১০ দিনের এই উৎসব পরিচালনার জন্য যুব সমাজের মধ্যে যেন এক রকমের অনীহা দেখা যাচ্ছে, তবে আশার কথা এই বছর স্থানীয় ৩ জন যুবক এই মাতৃপূজার কাজে এগিয়ে এসেছেন।"


আজ সন্ধ্যায় 'কৈখালি নাগরিকবৃন্দ' আয়োজিত শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা' উপলক্ষ্যে নির্মিত মাতৃমণ্ডপে এসে মাকে শ্রদ্ধা জানিয়ে যান রাজারহাট গোপালপুর-এর বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সী (Singer Aditi Munsi, MLA Rajarhat Gopalpur)।

বলে রাখা ভালো, আগামীকাল অর্থাৎ বুধবার এক জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার শেষে মাতা অন্নপূর্ণা-র মৃন্ময়ী মূর্তিকে নিরঞ্জন দিয়ে শেষ হতে চলেছে 'কৈখালি নাগরিকবৃন্দ' আয়োজিত 'শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা'। 
গত ১৫ এপ্রিল মাতৃমূর্তির আবরণ উন্মোচন করে ১০ দিন ব্যাপী আনন্দ উৎসবের শুভ সূচনা করেছিলেন রামকৃষ্ণ মঠ, বারাসাতের সন্ন্যাসী স্বামী পুরুষানন্দ মহারাজ।

অন্নপূর্ণা পূজা-র অন্যতম কার্যনির্বাহী সদস্য সুমন ব্যানার্জি (Suman Banerjee, Executive Member, Kaikhali Nagarikbrinda) জানিয়েছেন, "এখানকার পুজোর সেরা আকর্ষণ 'অন্নকূট'। এই বছর কমবেশি ২৩ হাজার দর্শনার্থী প্রসাদ রূপে মায়ের অন্নভোগ গ্রহণ করেছেন।"

মাতৃপূজার আয়োজক সংস্থা 'কৈখালি নাগরিকবৃন্দ'-এর সম্পাদক দেবাশিস হাজরা (Debashis Hazra, Secretary, Kaikhali Nagarikbrinda) জানিয়েছেন, "আজ উৎসবের নবম দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শোভন গাঙ্গুলী সহ অন্যান্য শিল্পীগণ।"

Comments