বঙ্গ পুরুষ সম্মানে ভূষিত হতে চলেছেন খ্যাতনামা আলোকচিত্র শিল্পী অনুপম হালদার

হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৫ এপ্রিল '২৪):- 'বঙ্গ পুরুষ সম্মান' (Bongo Purush Samman)-এ সম্মানিত হতে চলেছেন কোলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্র শিল্পী অনুপম হালদার (Anupam Halder, Eminent Photo Artist) আগামী রবিবার অর্থাৎ ২৮ এপ্রিল অপরাহ্নে আইসিসিআর কোলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজক সংস্থা রূপে অপর ১৯ জন প্রাপকের সাথে তাঁর হাতেও স্মারক এবং সম্মাননা তুলে দেবে 'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট' (Red Wine Entertainment) কর্তৃপক্ষ।


বলে রাখা ভালো, পেশাগত জীবনে শ্রী হালদার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ।
শিল্পগুণের নিরিখে অনুপম হালদার-এর একটা আলোকচিত্র যেমন গতবছরের শেষদিক থেকে পাকাপাকিভাবে স্থান পেয়েছে রাজারহাটের 'আর্টস একর'-এ, তেমনই এই বছর ২৭ ফেব্রুয়ারী থেকে ৪ মার্চ পর্যন্ত মহারাষ্ট্রের 'জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে' আয়োজিত 'বোম্বে আর্ট সোসাইটি'-র 'বাৎসরিক কলা প্রদর্শনী ২০২৪'-এ তাঁর দুটো আলোকচিত্রও প্রদর্শিত হয়েছে। 

এই বছরের অন্যতম 'বঙ্গ পুরুষ সম্মান' প্রাপক রূপে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অনুপম হালদার জানিয়েছেন, "এই সম্মান ভবিষ্যতে আমাকে আরো ভালো ছবি তুলতে অনুপ্রেরণা জোগাবে।"

Comments