হাওড়ার স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে এগিয়ে এলো শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৮ এপ্রিল '২৪):- জ্যোতিষীদের পাশাপাশি হাওড়ার স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে এবার উদ্যোগী হলো বৈদিক জ্যোতিষ সংস্থা 'শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র' (Shree Ganesh Yotish Kendra)।

গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার কর্ণধার ডঃ নীলাদ্রিনারায়ণ বসু (Dr. Niladrinarayan Basu, Proprietor, Shree Ganesh Yotish Kendra) জানিয়েছেন, "সংস্থার দশম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২১ এপ্রিল, হাওড়া জেলার সালকিয়া বেনারস রোডের পাশে অবস্থিত অমরদীপ সব পেয়েছি আসর'-এর প্রাঙ্গনে আন্তর্জাতিক মানের মঞ্চ নির্মাণ করে জ্যোতিষীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান করার সুযোগ প্রদান করা হবে।"

বৈদিক জ্যোতিষ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, " এই জাতীয় মঞ্চে অনুষ্ঠান করতে পারলে স্থানীয় শিল্পীদের নিজস্ব আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।"

Comments