২২ মার্চ মুক্তি পাচ্ছে বাংলা কাহিনীচিত্র ছোট্ট পিকলু


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৬ মার্চ '২৪):- মুক্তির প্রহর গুনছে 'এস থ্রি এন্টারটেনমেন্ট' (S3 Entertainment) নিবেদিত বাংলা কাহিনীচিত্র 'ছোট্ট পিকলু' (Chotto Pikklu)।
'ছোট্ট পিকলু'-র নির্দেশক সোমনাথ ভট্টাচার্য (Somnath Bhattacharyay, Director) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আগামী ২২ মার্চ মুক্তি পাবে 'ছোট্ট পিকলু'।"

আজ কোলকাতা প্রেস ক্লাবে এই কাহিনীচিত্রের সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে 'এফ এম ডি মিউজিক'-এর ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রমেশ ভাণ্ডারী (Ramesh Bhandari, Managing Director & Chief Executive Officer, FMD Music) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আশা করি এই গানগুলো সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করবে।"
সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'ছোট্ট পিকলু'-তে কণ্ঠ দানকারী একাধিক কণ্ঠসঙ্গীত শিল্পী।

এই কাহিনীচিত্রের প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "কোরনা অতিমারির সময় বিশ্বের সর্বত্র লকডাউনের প্রভাবে জনজীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার এক অন্যতম জীবন্ত দলিল হয়ে উঠতে পারে এই কাহিনীচিত্র।
লকডাউনের সময় অন্য অনেকের মতোই কাজ হারিয়েছিলেন পিকলুর অভিভাবক। সেই সময়ের বেশ কিছু জীবন্ত সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কাহিনীচিত্রে।"

                                   আলোকচিত্রী  : মৃত্যুঞ্জয় রায় 

Comments