আগামীকাল কোলকাতায় ভরতনাট্যম পরিবেশন করবেন পদ্মশ্রী গীতা চন্দ্রন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২০ মার্চ '২৪):- 'উদক পারফর্মিং আর্টস'-এর উদ্যোগে 'মার্গম' (Margam) নামাঙ্কিত এক অনুষ্ঠানে আগামীকাল সন্ধ্যা ৬ টায় কোলকাতার 'জ্ঞান মঞ্চ' (Gyan Manch, Kolkata)-এ অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বরেণ্য ভারতনাট্যম গুরু পদ্মশ্রী গীতা চন্দ্রন (Padmashree Geeta Chandran, Teacher of Bharatnatyam)-এর নৃত্য ও অভিনয় সমৃদ্ধ একক ভরতনাট্যম প্রদর্শন।
আয়োজক সংস্থার তরফে কোলকাতার 'আইসিসিআর'-এ এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।

'মার্গম'-এ ভারতনাট্যম প্রদর্শনের পাশাপাশি গীতা চন্দ্রন এবং তাঁর সুযোগ্য শিষ্য সৌম্য লক্ষ্মীনারায়ণ (Soumya LaksmiNarayan)-এর তত্ত্বাবধানে ও প্রবীণ, নবীন শিল্পী সমন্বয়ে মঞ্চ শিল্প (Stagecraft) ও প্রদর্শন (Performance pieces)-এর উপর 'পদাতিক ড্যান্স সেন্টার'-এ আগামী ২২ এবং ২৩ মার্চ অপরাহ্ন ৩ টেয় এক কর্মশালাও আয়োজিত হবে।

Comments