রাঢ়বঙ্গের শিক্ষা, ক্রীড়া ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নে এবার এগিয়ে এল টাটা স্টিল ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৮ মার্চ '২৪):- রাঢ়বঙ্গের শিক্ষা, ক্রীড়া ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নে এবার এগিয়ে এল 'টাটা স্টিল ফাউণ্ডেশন' (Tata Steel Foundation) সংক্ষেপে 'টিএসএফ' (TSF)।
'এনআইআইটি ফাউণ্ডেশন'(NIIT Foundation)-এর সাথে যৌথ উদ্যোগে বিষ্ণুপুরের দ্বারিকায় এই মুহূর্তে নানান কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছে 'টিএসএফ'।

'টিএসএফ' সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, "বেসিক আইটি কোর্স, স্পোকেন ইংলিশ, ডিজিট্যাল লিটারেসি সহ ফুটবল প্রশিক্ষণ শিবির সংগঠিত করছে টিএসএফ।"
প্রাপ্ত সূচনা অনুযায়ী, "এই মুহুর্তে 'বেসিক আইটি কোর্স'-এ মোট ৩২ জন (যুবক ২৮, যুবতী ৪), 'স্পোকেন ইংলিশ' কোর্সে ১৬ জন (যুবক ৭, যুবতী ৯), 'ডিজিট্যাল লিটারেসি' কোর্সে ৩২ জন (যুবক ২৮, যুবতী ৪) সহ এলাকার ১০ থেকে ১২ বছরের শিশুদের জন্য ফুটবল প্রশিক্ষণ শিবিরেও অনেকে প্রশিক্ষণ নিচ্ছে।"


বলে রাখা ভালো, গত ৩১ জানুয়ারী বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ, মহকুমা আরক্ষা আধিকারিক সুপ্রকাশ দাস, বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত কীটপাল অতনু সাঁতরা, মানিকলাল সিংহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব মন্ডল, টাটা স্টিলের এফএএমডি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান গৌতম চক্রবর্তী, বিষ্ণুপুর টাটা স্টিল কারখানার প্রধান শুভেন্দু নস্কর, টাটা স্টিল ফাউন্ডেশনের ক্রীড়া প্রবন্ধক চান্দ্রেয়ী মজুমদার, জেলা পরিষদ সদস্য মহাদেব মাল এবং দ্বারিকা গোঁসাইপুর পঞ্চায়েতের প্রধান কার্তিক লোহার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে দ্বারিকার টাটা স্টিল প্ল্যান্টের পার্শ্ববর্তী গ্রামের ৪৭ জন নির্বাচিত খেলোয়াড় সহ ২ জন ক্রীড়া প্রশিক্ষককে 'টাটা স্টিল ফাউণ্ডেশন'-এর তরফ থেকে 'টিএসএফ কিট' বিতরণ করা হয়েছে। 

Comments